নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি, ব্যবসাবান্ধব নীতি সংস্কার এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং বাংলাদেশের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক সংলাপে। সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণকারী ইউরোপীয় প্রতিনিধিরা বাংলাদেশে আরও বেশি ইউরোপীয় বিনিয়োগ আকৃষ্ট করার জন্য নীতিমালার ধারাবাহিকতা, নিয়ন্ত্রক স্বচ্ছতা এবং একটি স্থিতিশীল পরিবেশের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এতে ইইউ রাষ্ট্রদূত, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং ইউরোপীয় বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়া প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী উপস্থিত ছিলেন।
ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট ইউরোপের সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরে বাণিজ্য ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সম্ভাবনার ওপর জোর দেন। তিনি বলেন,“আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, বাংলাদেশ আরও অনেক বেশি ইউরোপীয় বিনিয়োগ ও পুঁজি আকৃষ্ট করতে পারে।”
রাষ্ট্রদূত বিনিয়োগের পরিবেশ উন্নত করার লক্ষ্যে বিডা’র সাম্প্রতিক সংস্কার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এখন মূল চাবিকাঠি হচ্ছে এই সংস্কারের গতি বজায় রাখা, নিয়ন্ত্রক স্বচ্ছতা জোরদার করা এবং নীতির ধারাবাহিকতা ও স্থিতিশীলতা নিশ্চিত করা।”
ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস সংলাপে বাংলাদেশে বিনিয়োগ আকৃষ্ট করতে এবং টেকসই প্রবৃদ্ধিতে সহায়তা করার জন্য পূর্বাভাসযোগ্যতা, ন্যায্য প্রতিযোগিতা এবং সুস্পষ্ট বিধিবিধানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, একটি উন্নত ব্যবসায়িক পরিবেশ নতুন সুযোগের দ্বার খুলে দেবে এবং সুইডেন অগ্রগতির অংশীদার হতে প্রস্তুত।
সংলাপে উভয় পক্ষ বিনিয়োগ-বান্ধব পরিবেশ গড়ে তোলা ও বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ঘনিষ্ঠ সহযোগিতা, প্রযুক্তি হস্তান্তর, টেকসই উন্নয়ন এবং নিয়মিত সংলাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সংলাপে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, ও স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিঞ্চেত্রু।