নিজস্ব প্রতিবেদক, ঢাকা:বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খান, যিনি ‘বলিউড বাদশা’ হিসেবে পরিচিত। সিনেমার পর্দায় তাঁর অভিনয় জাদুতে মুগ্ধ কোটি কোটি ভক্ত। অভিনয়ে আসার আগে পড়াশোনাতেও তিনি নজর কেড়েছিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর কলেজের একটি মার্কশিট ভাইরাল হয়েছে, যা নিয়ে ভক্ত-অনুরাগীরা বেশ আলোচনা করছেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভাইরাল হওয়া এই মার্কশিটটি ১৯৮৫ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত শাহরুখ খানের দিল্লির হংসরাজ কলেজে অধ্যয়নকালীন সময়ের। তিনি ওই সময় অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
ভক্তদের চমকে দিয়ে এই ফলাফলে দেখা যায়, শাহরুখ খান একাধিক বিষয়ে ৯২ নম্বর পেয়েছিলেন, যা সত্যিই চোখ ধাঁধানো। মার্কশিট অনুযায়ী, তিনি:
- অঙ্কে: ৭৮ নম্বর পেয়েছিলেন।
- পদার্থবিদ্যায়: ৭৮ নম্বর পেয়েছিলেন।
- তবে, ইংরেজিতে পেয়েছিলেন ৫১ নম্বর।

ভাইরাল হওয়া মার্কশিটে উল্লিখিত অভিনেতার জন্ম তারিখ (২ নভেম্বর, ১৯৬৫) সম্পূর্ণ সঠিক। একইসঙ্গে বাবার নাম এবং শাহরুখ খানের ছবিও এতে যুক্ত রয়েছে। সব মিলিয়ে, তাঁর অনুরাগীরা নিশ্চিত যে এটি বলিউড তারকারই আসল মার্কশিট।
রূপোলি পর্দায় আসার আগে শাহরুখ খান ছোট পর্দায় কয়েকটি সিরিয়ালে অভিনয় করে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে, ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে তিনি বলিউডে পা রাখেন এবং ছবিটি সে বছর বক্স অফিসে সুপারহিট হয়।