নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের ব্যাংকিং খাতে সংস্কারের অংশ হিসেবে গঠিত নতুন ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-এর লাইসেন্স আনুষ্ঠানিকভাবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।
সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই লাইসেন্স হস্তান্তর করা হয়। এর আগে, গত রবিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নতুন ব্যাংকটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারকের পক্ষে লাইসেন্সের নথি গ্রহণ করেন এফআইডি-এর যুগ্ম সচিব মো. আজিজউদ্দিন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন এফআইডি-এর উপসচিব শেখ ফরিদ উদ্দিন।
অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নর ড. আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, নির্বাহী পরিচালক এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের প্রধান মো. বদিউল আলম, এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক বায়েজিদ সরকার আনুষ্ঠানিকভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধিদের কাছে লাইসেন্সটি তুলে দেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ গঠন করা হয়েছে ব্যাংকিং খাতের বৃহত্তর সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে। মূলত সমস্যাগ্রস্ত একাধিক শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে খাতটিকে স্থিতিশীল ও শক্তিশালী করাই এই নতুন ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্য।