বুধবার ৩ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ:
খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত ডিভাইস শিল্পের বিনিয়োগ সুরক্ষা দেবে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট, বৃহস্পতিবার থেকেই পাওয়া যাবে জননিরাপত্তা জোরদারে ডিজিটাল ও কমিউনিটি কৌশল গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের বাংলাদেশ আমদানি বন্ধ রাখায় বিপাকে ভারত, সীমান্তে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ২ রুপিতে! দেশের অর্থনীতি কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি, কাজ করার সুযোগ আছে: বাণিজ্য সচিব অবৈধ মাছ ধরা বন্ধে বৈশ্বিক সহযোগিতা জরুরি: মৎস্য উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর অনুকূল পরিবেশ তৈরির তাগিদ ইইউর শাহরুখ খানের মার্কশিট ভাইরাল: কোন বিষয়ে কত নম্বর পেয়েছিলেন বলিউড বাদশা?

লাইসেন্স পেল ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের ব্যাংকিং খাতে সংস্কারের অংশ হিসেবে গঠিত নতুন ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-এর লাইসেন্স আনুষ্ঠানিকভাবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।

সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই লাইসেন্স হস্তান্তর করা হয়। এর আগে, গত রবিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নতুন ব্যাংকটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারকের পক্ষে লাইসেন্সের নথি গ্রহণ করেন এফআইডি-এর যুগ্ম সচিব মো. আজিজউদ্দিন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন এফআইডি-এর উপসচিব শেখ ফরিদ উদ্দিন

অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নর ড. আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, নির্বাহী পরিচালক এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের প্রধান মো. বদিউল আলম, এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক বায়েজিদ সরকার আনুষ্ঠানিকভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধিদের কাছে লাইসেন্সটি তুলে দেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ গঠন করা হয়েছে ব্যাংকিং খাতের বৃহত্তর সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে। মূলত সমস্যাগ্রস্ত একাধিক শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে খাতটিকে স্থিতিশীল ও শক্তিশালী করাই এই নতুন ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্য।