সোমবার ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে যাবে ‘হ্যাঁ’ লিফলেট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মো. কাওসার আলম জলবায়ু পরিবর্তন ও ট্রাম্প: গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি বনাম বাস্তবতা গ্রিনল্যান্ড কিনতে ইউরোপীয় দেশগুলোর ওপর ট্রাম্পের ১০% শুল্ক আরোপের ঘোষণা লগারহেড কচ্ছপ ‘গুমুশ’-এর বিস্ময়কর যাত্রা: সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধিই কি কারণ?

চ্যালেঞ্জ থেকে প্রতিযোগিতার পথে’: অ্যামচ্যাম সংলাপে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে জোর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) গত ৩০ নভেম্বর ২০২৫ তারিখে হোটেল হলিডে ইন ঢাকায় “বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ: চ্যালেঞ্জ থেকে প্রতিযোগিতার পথে” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সংলাপের আয়োজন করে। বেটোপিয়া গ্রুপ এই অনুষ্ঠানে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব মহবুবুর রহমান, যিনি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে সংলাপে অংশগ্রহণ করেন। এছাড়া, শিল্প, পররাষ্ট্র, অর্থ ও আইসিটি মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিডা এবং সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থার শীর্ষ প্রতিনিধিরা এই আলোচনায় অংশ নেন।

সংলাপে বক্তারা একমত হন যে, দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন বর্তমানে একটি সময়োপযোগী অগ্রাধিকার। দেশীয় ও বৈদেশিক বিনিয়োগকে আরও গতিশীল করার জন্য একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়। এর মধ্যে রয়েছে:

  • লজিস্টিক দক্ষতা বৃদ্ধি
  • কাস্টমস প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করা
  • নীতি ও প্রক্রিয়ার ধারাবাহিক স্বচ্ছতা নিশ্চিত করা

এছাড়াও, বক্তারা জ্বালানি নিরাপত্তা জোরদার করা, বাণিজ্য প্রক্রিয়ার ডিজিটাল সুবিধা বৃদ্ধি, নীতির ধারাবাহিকতা বজায় রাখা, পুনর্ব্যবহার ও রিসাইক্লিং শিল্পে প্রণোদনা প্রদান, এবং বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য সরকারি সংস্থাগুলোর মধ্যে শক্তিশালী সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য সরকার এবং বেসরকারি খাতের মধ্যে ধারাবাহিক সহযোগিতার গুরুত্বও বিশেষভাবে তুলে ধরা হয়।

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের বাণিজ্য বিষয়ক কাউন্সেলর জনাব পল ফ্রস্টের উপস্থিতি যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা এগিয়ে নেওয়ার প্রতি তাদের অব্যাহত প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ ঘটায়।

অ্যামচ্যামের পক্ষ থেকে সংলাপে অংশ নেন নির্বাহী কমিটির সদস্য ও সিটি এন.এ.–এর বাংলাদেশ অফিসের প্রধান নির্বাহী জনাব মইনুল হক এবং অগমেডিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জনাব রাশেদ মুজিব নোমান সহ অন্যান্য সদস্য ও শিল্পখাতের নেতৃবৃন্দ। সহযোগী প্রতিষ্ঠান বেটোপিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ মনির হোসেনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংলাপটি সঞ্চালনা করেন অ্যামচ্যাম বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব চৌধুরী কায়সার মোহাম্মদ রিয়াদ।