নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ অবশেষে চূড়ান্ত অনুমোদন পেয়েছে এবং তাদের কার্যক্রম শুরু করেছে। দেশের ব্যাংকিং খাতে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় সরকারি ইসলামী ব্যাংক।
নতুন এই ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়াকে নিযুক্ত করা হয়েছে। অনুমোদনের প্রক্রিয়া বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত রোববার (তারিখ উল্লেখ নেই, তবে তথ্যে দেওয়া হয়েছে) বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদ সভায় নতুন এই ব্যাংকটির লাইসেন্স অনুমোদন করা হয়। কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে যে, চলতি ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নতুন ব্যাংকটি পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম শুরু করবে।
যে পাঁচটি ব্যাংক একীভূত হলোআর্থিক সংকটের কারণে একীভূত হওয়া ব্যাংকগুলো হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক ।
একত্রীকরণের কারণকেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এই ব্যাংকগুলোকে বারবার তারল্য সহায়তা (Liquidity Support) দেওয়া সত্ত্বেও তাদের আর্থিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। বরং, শেয়ারবাজারে তাদের শেয়ারের দাম ব্যাপকভাবে কমে যায় এবং প্রায় সব ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালু (NAV) ঋণাত্মক হয়ে পড়ে।
এই নাজুক পরিস্থিতি সামাল দিতেই সরকার একত্রীকরণের মাধ্যমে নতুন ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেয়। মূলধনের কাঠামোনতুন ব্যাংকটির মোট পেইড-আপ ক্যাপিটাল (Paid-up Capital) নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা।
এই মূলধনের মধ্যে: সরকার দেবে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আসবে আমানতকারীদের শেয়ার থেকে।প্রাথমিকভাবে ব্যাংকটির অনুমোদিত মূলধন (Authorized Capital) ৪০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।এর আগে, অর্থ মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছিল।
–