বুধবার ৩ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ:
খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত ডিভাইস শিল্পের বিনিয়োগ সুরক্ষা দেবে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট, বৃহস্পতিবার থেকেই পাওয়া যাবে জননিরাপত্তা জোরদারে ডিজিটাল ও কমিউনিটি কৌশল গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের বাংলাদেশ আমদানি বন্ধ রাখায় বিপাকে ভারত, সীমান্তে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ২ রুপিতে! দেশের অর্থনীতি কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি, কাজ করার সুযোগ আছে: বাণিজ্য সচিব অবৈধ মাছ ধরা বন্ধে বৈশ্বিক সহযোগিতা জরুরি: মৎস্য উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর অনুকূল পরিবেশ তৈরির তাগিদ ইইউর শাহরুখ খানের মার্কশিট ভাইরাল: কোন বিষয়ে কত নম্বর পেয়েছিলেন বলিউড বাদশা?

বন্ড অপব্যবহারকারীদের তালিকা প্রকাশ করতে হবে: এনবিআরকে বিজিএমইএ

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা:

বন্ড সুবিধার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)-এর সভাপতি মাহমুদ হাসান খান। তিনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কাছে বন্ড অপব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর একটি স্পষ্ট তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন। তালিকা পেলে অপব্যবহার প্রমাণিত হওয়া সদস্যদের সব সেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

রবিবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। উপস্থিত ছিলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমসহ অন্যান্য ব্যবসায়ী নেতা।

পুরো শিল্পের ওপর দায় চাপানো যাবে না

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “মুষ্টিমেয় কয়েকজনের অপকর্মের দায় পুরো শিল্পের ওপর চাপানো যাবে না। আমরা ইতিমধ্যেই আমাদের ২২টি সদস্য প্রতিষ্ঠানকে সতর্ক করেছি। এনবিআর আমাদের যাদের নাম দেবে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।”

তিনি আরও জানান, বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টির মাধ্যমে কাঁচামাল আমদানির সুযোগ কার্যকর করা হলে প্রায় ২০০ সদস্য স্বেচ্ছায় তাদের বন্ড লাইসেন্স সারেন্ডার করবে, কারণ লাইসেন্স বজায় রাখার জটিলতা থেকে বেরিয়ে আসতে অনেকেই আগ্রহী।

কর অব্যাহতির ক্ষমতা সংসদের হাতে রাখার আহ্বান

কর অব্যাহতির ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত হওয়াকে স্বাগত জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, “যে সুবিধা দেওয়া হবে, তা সংসদের মাধ্যমে হবে; আবার যে সুবিধা বন্ধ করা হবে, সেটিও সংসদের মাধ্যমেই হওয়া উচিত। হঠাৎ করে এসআরও জারি করে সুবিধা বাতিল করা অনাকাঙ্ক্ষিত।”

তিনি অটোমেশনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, দুর্নীতি কমাতে বন্ডসহ সব প্রক্রিয়া দ্রুত ডিজিটাল প্ল্যাটফর্মে আনা জরুরি।

তালিকা প্রকাশ সম্ভব নয়, আসছে অটোমেশন: এনবিআর চেয়ারম্যান

অন্যদিকে, বন্ড অপব্যবহারকারীদের তালিকা প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, বন্ড ব্যবস্থাপনা পুরোপুরি অটোমেশনের আওতায় আনা হচ্ছে এবং খুব শিগগিরই বন্ডের কোনো কাজই হাতে (ম্যানুয়াল) করা হবে না।

চেয়ারম্যান জানান, বন্ড কর্মকর্তাদের জন্য এক সপ্তাহের বাধ্যতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষণে ব্যর্থ হলে চাকরিতে টিকে থাকা কঠিন হবে এবং অদক্ষ কর্মকর্তাদের অপসারণের ইঙ্গিতও দেন তিনি।

বন্ড ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত এবং রফতানি খাতকে শৃঙ্খলায় আনতে বিজিএমইএ ও এনবিআরের এই অবস্থান রফতানি খাতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন