ঢাকা: সরকার-মালিকানাধীন শরিয়াহভিত্তিক প্রস্তাবিত নতুন ব্যাংক ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক পিএলসি’-এর জন্য অফিস স্থান বরাদ্দ ও অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। নতুন ব্যাংকটির কার্যক্রমকে এগিয়ে নিতেই ‘সেনা কল্যাণ ভবন’-এ এই কার্যালয় বরাদ্দ দেওয়া হয়েছে।
পাঁচটি দুর্বল ব্যাংকের একীভূতকরণের মাধ্যমে গঠিত হতে যাওয়া এই প্রস্তাবিত ব্যাংকের কার্যক্রম অফিস বরাদ্দের মধ্য দিয়ে আরও একধাপ অগ্রগতি লাভ করল।
বাংলাদেশ ব্যাংকের কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) একটি অফিস আদেশের মাধ্যমে স্থান বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছে।
আদেশ অনুযায়ী, সেনা কল্যাণ ভবনের ১৭তম তলার স্যুট নং-১৭০৭-এ মোট ২,৩০৬ বর্গফুট জায়গা নতুন প্রতিষ্ঠানটির নিবন্ধিত কার্যালয় হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে।
সূত্র জানায়, পাঁচটি দুর্বল শরিয়াহভিত্তিক ব্যাংকের একীভূতকরণের মাধ্যমে গঠিত হতে যাওয়া নতুন এই ব্যাংকটির জন্য কেন্দ্রীয় ব্যাংকের রেজোলিউশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে জমা দেওয়া প্রস্তাবের ভিত্তিতে গভর্নর এই বরাদ্দ অনুমোদন করেন।