বুধবার ৩ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ:
খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত ডিভাইস শিল্পের বিনিয়োগ সুরক্ষা দেবে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট, বৃহস্পতিবার থেকেই পাওয়া যাবে জননিরাপত্তা জোরদারে ডিজিটাল ও কমিউনিটি কৌশল গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের বাংলাদেশ আমদানি বন্ধ রাখায় বিপাকে ভারত, সীমান্তে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ২ রুপিতে! দেশের অর্থনীতি কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি, কাজ করার সুযোগ আছে: বাণিজ্য সচিব অবৈধ মাছ ধরা বন্ধে বৈশ্বিক সহযোগিতা জরুরি: মৎস্য উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর অনুকূল পরিবেশ তৈরির তাগিদ ইইউর শাহরুখ খানের মার্কশিট ভাইরাল: কোন বিষয়ে কত নম্বর পেয়েছিলেন বলিউড বাদশা?

২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে চট্টগ্রাম বন্দর পূর্ণ ডিজিটালাইজেশনের পথে

চট্টগ্রাম: ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে চট্টগ্রাম বন্দর সম্পূর্ণরূপে ডিজিটালাইজড হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। শনিবার রাতে নগরীর নেভি কনভেনশন সেন্টারে বাংলাদেশ মেরচ্যান্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ) আয়োজিত বিশ্ব সামুদ্রিক দিবসের অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান বলেন, বন্দর কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি দক্ষতা বাড়াবে, স্বচ্ছতা নিশ্চিত করবে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দরকে আরও শক্তিশালী করে তুলবে। পূর্ণ ডিজিটালাইজেশন বাস্তবায়ন বন্দরের আধুনিকায়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএমওএ সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। এছাড়া নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের ভিডিও বার্তাও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে সামুদ্রিক খাতে বিশেষ অবদানের জন্য ব্রেভারি অ্যাওয়ার্ড এবং এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ব্রেভারি অ্যাওয়ার্ড: ক্যাপ্টেন আমির মো. আবু সুফিয়ান, ক্যাপ্টেন মো. জহিরুল ইসলাম এবং ক্যাপ্টেন মো. ফারহান উল্লাহ আনসারি।
এক্সিলেন্স অ্যাওয়ার্ড: ক্যাপ্টেন মহিউদ্দিন আব্দুল কাদির এবং নৌ প্রকৌশলী মো. গোলাম সারোয়ার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমজাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের পরিচালক কামরুল ইসলাম মজুমদার এবং পোর্ট সার্ভ ইন্টারন্যাশনালের সাবেক পরিচালক খায়রুল আলম সজল।