ঢাকা– ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য ‘প্রতিযোগিতা আইন ২০১২’ সংশোধনের আহ্বান জানিয়েছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এফআইসিসিআই-এর সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সঙ্গে ‘প্রতিযোগিতা আইন ২০১২ এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যাবলী’ শীর্ষক এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়।
এফআইসিসিআই সভাপতি জাভেদ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ.এইচ.এম. আহসান। সভায় এফআইসিসিআই-এর পরিচালনা পর্ষদের সদস্য সুমিতাভ বসু, কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এফআইসিসিআই সদস্যভুক্ত বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কমিশনের চেয়ারম্যান এ.এইচ.এম. আহসান বলেন, একটি সুস্থ ও মুক্তবাজার অর্থনীতির জন্য প্রতিযোগিতা আইন একটি মূল ভিত্তি। ২০১২ সালে প্রণীত এই আইনটি কমিশনকে কার্টেল ও সিন্ডিকেট দমন, ভোক্তার স্বার্থ রক্ষা এবং বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করে। এর কার্যকর প্রয়োগ উদ্ভাবনকে উৎসাহিত করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি আনবে।
এফআইসিসিআই সভাপতি জাভেদ আখতার বলেন, “আমাদের সদস্যরা সুষ্ঠু প্রতিযোগিতা ও একটি সমতার ক্ষেত্র তৈরি করতে বিশ্বাসী। আমরা এমন একটি শক্তিশালী ও কার্যকর আইন চাই যা শিল্প ও ভোক্তা উভয়কেই সুরক্ষা দেবে, পাশাপাশি নিশ্চিত করবে যেন কোনো নীতিমালা অনিচ্ছাকৃতভাবে ব্যবসার অগ্রগতিতে বাধা না হয়।” এফআইসিসিআই ২১টি খাতের ৩৫টি দেশের প্রায় ২০০টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে।
এফআইসিসিআই-এর নির্বাহী পরিচালক টি.আই.এম. নুরুল কবিরের সঞ্চালনায় এই অধিবেশনে কমিশন কর্মকর্তা ও এফআইসিসিআই সদস্যদের মধ্যে আইনটির বাস্তবায়ন ও সম্ভাব্য সংশোধন নিয়ে গঠনমূলক আলোচনা হয়।