শনিবার ২৫ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
প্রিন্টিং খরচ বেড়ে যাওয়ায় প্রকাশক ও বিক্রেতারা বই সেক্টর ব্যাংক ঋণে ভর্তুকি ও সরকারকে নীতি সহায়তা দিতে হবে : বাপুস’র বার্ষিক সভায় বক্তারা বাংলাদেশ এখনো ব্যান্ডউইথ ব্যবহারে ভারতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল নির্বাচনকালেও বাংলাদেশের সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে হবে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশ ব্যাংকে মেধাবীদের আকৃষ্ট করতে ফের চালু অতিরিক্ত ইনক্রিমেন্ট সুবিধা অবৈধ ইলিশ শিকার দমনে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ: ভারতীয় জেলেদের প্রবেশ নিয়ে উপদেষ্টার হুঁশিয়ারি বাংলাদেশের ব্যাংক খাতে ভয়াবহ সংকট: মূলধন ঘাটতি দেড় লাখ কোটি টাকা ছাড়ালো, স্থিতিশীলতায় দীর্ঘ সময় লাগবে: বিশেষজ্ঞরা ব্যাংকিং খাতে তীব্র সংকট: খেলাপি ঋণের ধাক্কায় মূলধন ঘাটতি রেকর্ড ১.৫৫ লাখ কোটি টাকা নির্বাচনের আগে প্রশাসনে রদবদল আমার তত্ত্বাবধানে হবে: বিএনপিকে প্রধান উপদেষ্টা ইউনূস<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> বিতরণে অনীহা ও চ্যালেঞ্জে সৌরবিদ্যুৎ প্রকল্পে বিলম্ব: উপদেষ্টা ফজলুল কবির খান

২২ বাংলাদেশি পেলেন যুক্তরাজ্যের শেভেনিং বৃত্তি; পরবর্তী শিক্ষাবর্ষের আবেদন শুরু

ঢাকা, ০৮ সেপ্টেম্বর ২০২৫: মোট ২২ জন বাংলাদেশি তরুণ পেশাদার এবার মর্যাদাপূর্ণ যুক্তরাজ্যের শেভেনিং স্কলারশিপ অর্জন করেছেন। এই মেধাবী শিক্ষার্থীরা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যুক্তরাজ্যের বিশ্বমানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য শিগগিরই যুক্তরাজ্যে যাবেন।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক গত ৮ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে নির্বাচিত শেভেনিং স্কলারদের হাতে তাদের অ্যাওয়ার্ড লেটার তুলে দেন।

শেভেনিং স্কলারশিপ হলো ব্রিটিশ সরকারের একটি বৈশ্বিক বৃত্তি কর্মসূচি, যা মূলত ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO) এবং বিভিন্ন সহযোগী সংস্থার অর্থায়নে পরিচালিত হয়।1 এই বৃত্তি শক্তিশালী শিক্ষাগত পটভূমি এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ব্যক্তিদের যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনা করার সুযোগ দেয়।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, “২২ জন বাংলাদেশি মেধাবী শেভেনিং স্কলারকে আমার আন্তরিক অভিনন্দন। তারা যুক্তরাজ্যে একটি জীবন পরিবর্তনকারী যাত্রায় বের হতে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, “শেভেনিং প্রোগ্রামটি আমাদের অভিন্ন মূল্যবোধের উপর ভিত্তি করে যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে দৃঢ় অংশীদারিত্বকে প্রতিফলিত করে। এই স্কলাররা যখন যুক্তরাজ্যে তাদের পড়াশোনা শেষ করে ফিরে আসবেন, তখন তারা তাদের সম্প্রদায়গুলোতে সত্যিকারের পরিবর্তন আনতে জ্ঞান, আত্মবিশ্বাস এবং উদ্দেশ্য নিয়ে কাজ করার জন্য প্রস্তুত থাকবেন।”

২০২৬-২৭ শিক্ষাবর্ষের শেভেনিং স্কলারশিপের জন্য আবেদন বর্তমানে উন্মুক্ত রয়েছে এবং আগামী ৭ অক্টোবর ২০২৫ তারিখে আবেদন প্রক্রিয়া শেষ হবে। আগ্রহী প্রার্থীরা www.chevening.org/apply এই ঠিকানায় আবেদন করতে পারবেন।