রবিবার ১২ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
ডিসেম্বরের মধ্যে বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে তিন বন্দর টার্মিনাল: নৌ সচিব ট্রাম্পের এক ঘোষণায় ২ ট্রিলিয়ন ডলার বাজারমূলধন উধাও: যুক্তরাষ্ট্র পুঁজিবাজারে বড় পতন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক দূতের বৈঠক মিরসরাই ইকোনমিক জোনসহ সব অর্থনৈতিক অঞ্চলে ট্রেন যোগাযোগ স্থাপনের উদ্যোগ জেপি মরগ্যান সিইও’র সতর্কবার্তা: ৬ মাস থেকে ২ বছরের মধ্যে মার্কিন শেয়ারবাজারে বড় ধস নামতে পারে বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে আরো ২০৮ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক সূদের হার কমানো ও রপ্তানি সহায়তা তহবিল বৃদ্ধির তাগিদ: গভর্নরের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এফবিসিসিআই‘র ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক ইসলামী ব্যাংকের ‘দখল করা শেয়ার’ প্রকৃত মালিকদের কাছে ফেরতের দাবি জানিয়ে ব্যবসায়ীদের আল্টিমেটাম

ডিএসই ট্রেনিং একাডেমিতে বিএসইসি কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা, ১৪ আগস্ট: পুঁজিবাজারের কার্যকারিতা বাড়াতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) যৌথভাবে বিএসইসি’র কর্মকর্তাদের জন্য একটি তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

গত ১২ থেকে ১৪ আগস্ট পর্যন্ত চলা এই কর্মসূচির লক্ষ্য ছিল কর্মকর্তাদের পুঁজিবাজারের ব্যবহারিক দিক সম্পর্কে সম্যক ধারণা দেওয়া।

ডিএসই ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল আজম এবং অতিরিক্ত পরিচালক মোঃ হোসেন খান। ডিএসই’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান পরিচালন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস, এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কর্মশালার উদ্বোধনে মোহাম্মদ সাইফুল আজম বলেন, “পুঁজিবাজারের প্রাণশক্তি হলো স্টক এক্সচেঞ্জ। এটি সিকিউরিটিজ লেনদেনের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। আমরা যে সব নিয়ম-কানুন নিয়ে কাজ করি, সেগুলো যদি হাতে-কলমে দেখি, তাহলে আমাদের কাজ করা সহজ হবে। তাই আপনারা প্রশিক্ষণের বিষয়গুলো অত্যন্ত মনোযোগ দিয়ে গ্রহণ করবেন।”

ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের যা কিছু জানার আছে, তা নির্দ্বিধায় জিজ্ঞাসা করবেন। আশা করি, এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান আপনাদের কর্মজীবনে সহায়ক হবে।”

তিন দিনের এই প্রশিক্ষণে ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল-আমিন রহমান পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, এর প্রবৃদ্ধি, ভূমিকা এবং কার্যকারিতা সম্পর্কে আলোচনা করেন।

এছাড়া, ডিএসইর বিভিন্ন বিভাগের প্রধানরা তাদের নিজ নিজ বিভাগের ভূমিকা ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।কর্মশালার শেষ দিনে প্রশিক্ষণার্থীরা ডিএসই’র বিভিন্ন বিভাগ সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় ডিএসইর পরিচালক ও এনআরসি কমিটির চেয়ারম্যান সৈয়দা জাকেরিন বখত নাসিরসহ অন্যান্য পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে ছিলেন। এই পরিদর্শনের মাধ্যমে কর্মকর্তারা পুঁজিবাজারের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পান।