সোমবার ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে যাবে ‘হ্যাঁ’ লিফলেট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মো. কাওসার আলম জলবায়ু পরিবর্তন ও ট্রাম্প: গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি বনাম বাস্তবতা গ্রিনল্যান্ড কিনতে ইউরোপীয় দেশগুলোর ওপর ট্রাম্পের ১০% শুল্ক আরোপের ঘোষণা লগারহেড কচ্ছপ ‘গুমুশ’-এর বিস্ময়কর যাত্রা: সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধিই কি কারণ?

মংলা ইপিজেডে ৮.০৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানি

ঢাকা, ৬ আগস্ট : দক্ষিণ কোরিয়ার কোম্পানি ওসিএফ কো. লিমিটেড মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (মংলা ইপিজেড) ৮.০৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে।

কোম্পানিটি তাঁবু, তাঁবুর সরঞ্জাম, ক্যাম্পিং আসবাবপত্র, আসবাবপত্রের সরঞ্জাম এবং ব্যাগ শিল্প স্থাপন করবে। বুধবার (৬ আগস্ট) ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং কোম্পানিটির মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবির এবং ওসিএফ কো. লিমিটেডের চেয়ারম্যান হিউন গিল কিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কোম্পানিটি তাঁবু, তাঁবু ও আসবাবপত্রের সরঞ্জাম, ক্যাম্পিং চেয়ার ও টেবিল, অ্যালুমিনিয়াম, কার্বন, স্কি ও ট্রেকিং পোল, মাউন্টেন ও ওয়াকিং স্টিক, বেড কট, স্ট্যান্ড, পোষা প্রাণীর আসবাবপত্র, তীর এবং সব ধরনের ব্যাগ উৎপাদন করার পরিকল্পনা করেছে। এর মাধ্যমে ৮২০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি হবে।

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বেপজা সবসময় বৈচিত্র্যময় পণ্য উৎপাদনে বিনিয়োগকে উৎসাহিত করে। এটি কোম্পানির বেপজার অধীনে দ্বিতীয় প্রকল্প হওয়ায়, তিনি ওসিএফ কো. লিমিটেডকে তাদের অব্যাহত আস্থার জন্য ধন্যবাদ জানান এবং তাদের বাংলাদেশে, বিশেষ করে ইপিজেডগুলোতে আরও দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ আনার জন্য একজন দূত হিসেবে কাজ করার অনুরোধ করেন।

তিনি বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ এবং সহায়ক পরিবেশ প্রদানের জন্য বেপজার প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন।

হিউন গিল কিম বেপজাকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, তারা আগামী বছরের মধ্যে উৎপাদন শুরু করতে সক্ষম হবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা, যার মধ্যে সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) এ এন এম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।