মঙ্গলবার ২৮ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
হালাল পণ্য রপ্তানি বাড়াতে বাংলাদেশ-পাকিস্তান চুক্তি: বিএসটিআই সনদ পাবে পাকিস্তানে স্বীকৃতি জাতীয় নির্বাচনে বিজয়ী হলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করবে বিএনপি: আমীর খসরু হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপে ওয়ার্কওভার কাজ শুরু: উৎপাদন বাড়বে ১৫ মিলিয়ন ঘনফুট ডিসিসিআই আলোচনায় চতুর্থ শিল্প বিপ্লবের জন্য ‘স্মার্ট মানবসম্পদ’ উন্নয়নে জোর মানব পাচার, অস্থিতিশীলতায় বাংলাদেশের পাসপোর্টের উপর বৈশ্বিক আস্থায় সংকট নির্বাচন ২০২৬: অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক ৩০ অক্টোবর ৪,৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকদের টাকা উদ্ধারের দাবি<gwmw style="display:none;"></gwmw> মতিঝিল ও গুলশানে দেশের মোট ব্যাংক আমানতের ২০ শতাংশ, ভাসানটেকে সর্বনিম্ন শপথ নিলেন পেট্রোবাংলা অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃত্ব

ব্যাংক খাতের সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকে নতুন বিভাগ ‘ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট’


ঢাকা, ২৫ জুলাই: দেশের ব্যাংক খাতের ক্রমবর্ধমান সংকট মোকাবিলা এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক একটি নতুন বিভাগ চালু করেছে। ‘ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট’ নামের এই নতুন বিভাগটি মূলধন ঘাটতি, তারল্য সংকট কিংবা দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে থাকা ব্যাংকগুলোর দ্রুত ও কার্যকর সমাধানে কাজ করবে।

গত মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংকিং ব্যবস্থার প্রতি জন আস্থা বজায় রাখা, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর সময়োপযোগী সমাধান নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি ‘Bank Resolution Ordinance, 2025’ প্রণয়ন করা হয়েছে। এই নতুন আইনের কাঠামোর আওতায় পূর্ব গঠিত ‘Bank Restructuring & Resolution Unit’-এর নাম পরিবর্তন করে এখন ‘Bank Resolution Department’ রাখা হয়েছে।

নতুন এই বিভাগটি ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর একীভূতকরণ (Merger), অধিগ্রহণ (Acquisition), ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠা (Bridge Bank Establishment) সহ বিভিন্ন ধরনের পুনর্গঠনমূলক কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া, ব্যাংক খাতে ভবিষ্যতে যে কোনো রেজুলেশন (সমাধান) প্রক্রিয়ায় এই বিভাগই মূল দায়িত্ব পালন করবে।

বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (MD) এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের (CEO) উদ্দেশ্যে পাঠানো প্রজ্ঞাপনে স্পষ্ট জানিয়েছে যে, এখন থেকে ব্যাংক পুনর্গঠন ও রেজুলেশন সংক্রান্ত সকল দাপ্তরিক চিঠিপত্র নবগঠিত ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্টের মাধ্যমেই সম্পন্ন করতে হবে।