সোমবার ১৩ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা লোকসানে ডেসকো: দুই বছরে ৬৩০ কোটি টাকা ক্ষতি, ফের লভ্যাংশ বঞ্চিত বিনিয়োগকারীরা ডিসেম্বরের মধ্যে বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে তিন বন্দর টার্মিনাল: নৌ সচিব ট্রাম্পের এক ঘোষণায় ২ ট্রিলিয়ন ডলার বাজারমূলধন উধাও: যুক্তরাষ্ট্র পুঁজিবাজারে বড় পতন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক দূতের বৈঠক মিরসরাই ইকোনমিক জোনসহ সব অর্থনৈতিক অঞ্চলে ট্রেন যোগাযোগ স্থাপনের উদ্যোগ জেপি মরগ্যান সিইও’র সতর্কবার্তা: ৬ মাস থেকে ২ বছরের মধ্যে মার্কিন শেয়ারবাজারে বড় ধস নামতে পারে বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে আরো ২০৮ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক সূদের হার কমানো ও রপ্তানি সহায়তা তহবিল বৃদ্ধির তাগিদ: গভর্নরের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এফবিসিসিআই‘র ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক

ইউনিফা অ্যাকসেসরিজ বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৪ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে

ঢাকা, ১০ জুলাই : চীন-ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস মালিকানাধীন কোম্পানি ইউনিফা অ্যাকসেসরিজ (বিডি) কোং লি. বেপজা অর্থনৈতিক অঞ্চল (বেপজা ইজেড), মিরসরাই, চট্টগ্রামে ব্যাগ ও ফ্যাশন অ্যাকসেসরিজ উৎপাদন শিল্প স্থাপনে ৪ কোটি ৮৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকায় বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং ইউনিফা অ্যাকসেসরিজ (বিডি) কোং লি. এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসি-এর উপস্থিতিতে বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মোঃ আশরাফুল কবির এবং ইউনিফা অ্যাকসেসরিজ (বিডি)-এর পক্ষে চেয়ারম্যান কিয়ান ড্যানচু চুক্তিতে স্বাক্ষর করেন।

এই বিদেশি মালিকানাধীন কোম্পানিটি ব্যাগ, বেল্ট, টুপি, স্কার্ফ, মাফলার, চশমা এবং চশমার ফ্রেম সহ প্রতি বছর ২ কোটি ৮০ লাখ পিস বিভিন্ন ফ্যাশন পণ্য উৎপাদন করবে। এই প্রকল্পের মাধ্যমে ২,৮৩০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশে, বিশেষ করে বেপজা ইজেড-এ ইউনিফার বিনিয়োগকে স্বাগত জানান। তিনি কোম্পানিকে মসৃণ ব্যবসা পরিচালনার জন্য বেপজার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বিশ্বাস প্রকাশ করেন যে এই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।