বুধবার ৩ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ:
খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত ডিভাইস শিল্পের বিনিয়োগ সুরক্ষা দেবে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট, বৃহস্পতিবার থেকেই পাওয়া যাবে জননিরাপত্তা জোরদারে ডিজিটাল ও কমিউনিটি কৌশল গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের বাংলাদেশ আমদানি বন্ধ রাখায় বিপাকে ভারত, সীমান্তে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ২ রুপিতে! দেশের অর্থনীতি কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি, কাজ করার সুযোগ আছে: বাণিজ্য সচিব অবৈধ মাছ ধরা বন্ধে বৈশ্বিক সহযোগিতা জরুরি: মৎস্য উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর অনুকূল পরিবেশ তৈরির তাগিদ ইইউর শাহরুখ খানের মার্কশিট ভাইরাল: কোন বিষয়ে কত নম্বর পেয়েছিলেন বলিউড বাদশা?

মৌসুমী, ফারিয়া, সাবিলা নূরসহ ২৫ জনের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে এনবিআর

ঢাকা, ২২ জুন: ফাঁকি দেওয়া কর আদায়ের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, সাবিলা নূর ও অভিনেতা আহমেদ শরীফ এবং চিত্রনায়ক বাপ্পারাজ (রেজাউল করিম) সহ মোট ২৫ জনের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে।

এনবিআর কর অঞ্চল-১২ এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদের স্বাক্ষরিত চিঠির সূত্রে এই তথ্য জানা গেছে। গত ১৫ জুন সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে তাদের ব্যাংক হিসাব ফ্রিজ করার জন্য চিঠি পাঠানো হয়। চিঠিতে এই ২৫ জনের ব্যাংক হিসাব, বকেয়া কর, টিআইএন এবং পাসপোর্ট নম্বর উল্লেখ করা হয়েছে।

যাদের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে, তারা হলেন: হাজী কামালউদ্দিন, গোলাম মাওলা, ওসমানগণি, আশরাফ হোসেন, মো. জহিরুল হক, জাহিদুর রহমান সিদ্দিক, জোৎস্না বেগম, ইউসুফ আলী, সাব্বির হোসেন বাপ্পি, জামালউদ্দিন চৌধুরী, আল আমিন চৌধুরী, ইরফান সেলিম, কাজী রুবায়েত হাসান, নুসরাত ফারিয়া, নাসিমা খান, নুসরাত ইয়াসমিন তিশা, সাবিলা নূর, রেজাউল করিম (বাপ্পারাজ), এ. কে. এম মোশারফ হোসেন, শবনম পারভীন, পারভীন জামান মৌসুমী, আহমেদ শরীফ, নৃত্তাঞ্চল, এ. কে. এম. হুমায়ুন কবির ও মো. মিকাইল হোসেন।

এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে জানান, সময়মতো কর পরিশোধ না করায় বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে কর পরিশোধ করেছেন এবং কয়েকজন সময় চেয়েছেন। কর পরিশোধ হলে আইন অনুযায়ী ব্যাংক হিসাব খুলে দেওয়া হবে।