বৃহস্পতিবার ২২ মে, ২০২৫
সর্বশেষ:
বাংলাদেশকে বৈশ্বিক পরাশক্তিদের জন্য প্রক্সি যুদ্ধক্ষেত্রে পরিণত করা উচিত নয়: এবি পার্টি রাখাইন রাজ্যে মানবিক সহায়তার সাধারণ কয়েকটি প্রশ্নের উত্তর বাণিজ্য সংগঠন বিধিমালায় নতুন দিগন্ত: স্বাগত জানালো বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আমানত সংগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য ৭ জন এজেন্টকে পুরস্কৃত চলতি মাসেই চীনে আমের চালান শুরু হবে: কৃষি সচিব জুলাই-বিপ্লবী নকশার নতুন নোট বাজারে আনবে বাংলাদেশ বন্দরের কার্যক্রম ব্যাহত হলে ঈদের আগে বেতন-বোনাসের দায়িত্ব না নেওয়ার হুঁশিয়ারি দিলেন পোশাক মালিকরা এনসিপি নেতা নাসিরউদ্দিন তিন উপদেষ্টাকে বিএন পি’র মূখপাত্র বলে সমালোচনা করেছেন জুন মাসে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্য: গভর্নর

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আমানত সংগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য ৭ জন এজেন্টকে পুরস্কৃত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

ঢাকা, মে ২২: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি আমানত সংগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য ৭ জন এজেন্টকে পুরস্কৃত করেছে। দেশের ৭৪৫টি এজেন্ট আউটলেটের মধ্যে থেকে এই ৭ জন এজেন্ট মালিককে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

২২ মে, বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে তিনটি ক্যাটাগরিতে নির্বাচিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন । তিনি পুরস্কারপ্রাপ্ত এজেন্ট আউটলেট মালিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মোঃ রাফাত উল্লা খান বলেন, “এজেন্ট ব্যাংকিং দেশের আর্থিক অন্তর্ভুক্তির একটি কার্যকর ও সময়োপযোগী মাধ্যম।” তিনি আরও উল্লেখ করেন যে, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় নিরাপদ ও মানসম্পন্ন ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, শীঘ্রই এজেন্ট আউটলেট থেকেই রিটেইল ব্যাংকিংসহ আরও উন্নত, বহুমাত্রিক ও সময়োপযোগী সেবা প্রদান সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী। সম্মাননা ও পুরস্কারপ্রাপ্ত এজেন্ট আউটলেট মালিকরা হলেন: আটিপাড়া বাজারের জিল্লুর রহমান, চৌধুরীহাটের আবু সুফিয়ান, পশ্চিম বাড়ীঘোনা বাজারের মুছা আলম, গর্জনীয়া বাজারের আজিজ মাওলা, শর্শদী বাজারের কাজী শাহাদাত হোসেন, বোর্ডঘর বাজারের মোঃ আবু সাইদ বোখারী এবং নকয়ারিয়া বাজারের আবু ইউসুফ।

এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া, মোহাম্মদ হোসেন এবং এস এম আবু জাফর, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবীব উল্লাহ ও কামাল হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমির হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মমতাজুল হক, কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং অন্যান্য শীর্ষ নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন