মঙ্গলবার ১২ আগস্ট, ২০২৫
সর্বশেষ:
ইসলামী ব্যাংকগুলোর একীকরণ: অর্থনীতিবিদদের সাধুবাদ, তবে চ্যালেঞ্জের বিষয়ে সতর্কতা পোশাক খাতে সহযোগিতা নিয়ে কেমার্ট ও বিজিএমইএ’র আলোচনা বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৪০.০৫ মিলিয়ন ডলার বিনিয়োগ বাড়াচ্ছে চীনা কাইক্সি গ্রুপ বাংলাদেশ ব্যাংক ১২ আগস্ট নতুন ১০০ টাকার নোট প্রকাশ করবে বিশেষায়িত অঞ্চলে রপ্তানিকারকদের জন্য বৈদেশিক মুদ্রা সংরক্ষণের নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক ডলার স্থিতিশীল রাখতে ১১টি ব্যাংক থেকে ৮৩ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী রোবট্রনিক্স ফেস্ট শুরু সরবরাহ সংকট ও আমদানি বন্ধের কারণে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী, হস্তক্ষেপ চাইছে ভোক্তারা ঢাকা ও অন্যান্য জেলায় ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের বিভিন্ন ভাষার এলিমেন্টারি সার্টিফিকেট কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিভিন্ন ভাষার এলিমেন্টারি সার্টিফিকেট কোর্সের ভর্তি পরীক্ষা আজ ১৮ এপ্রিল ২০২৫ শুক্রবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ইনস্টিটিউটের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল উপস্থিত ছিলেন। এবছর আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, জার্মান, জাপানি ও স্প্যানিশসহ বিভিন্ন ভাষার ভর্তি পরীক্ষায় ২ হাজার ৯শ’ ৬৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।