শনিবার ২৫ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
বাংলাদেশ এখনো ব্যান্ডউইথ ব্যবহারে ভারতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল নির্বাচনকালেও বাংলাদেশের সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে হবে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশ ব্যাংকে মেধাবীদের আকৃষ্ট করতে ফের চালু অতিরিক্ত ইনক্রিমেন্ট সুবিধা অবৈধ ইলিশ শিকার দমনে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ: ভারতীয় জেলেদের প্রবেশ নিয়ে উপদেষ্টার হুঁশিয়ারি বাংলাদেশের ব্যাংক খাতে ভয়াবহ সংকট: মূলধন ঘাটতি দেড় লাখ কোটি টাকা ছাড়ালো, স্থিতিশীলতায় দীর্ঘ সময় লাগবে: বিশেষজ্ঞরা ব্যাংকিং খাতে তীব্র সংকট: খেলাপি ঋণের ধাক্কায় মূলধন ঘাটতি রেকর্ড ১.৫৫ লাখ কোটি টাকা নির্বাচনের আগে প্রশাসনে রদবদল আমার তত্ত্বাবধানে হবে: বিএনপিকে প্রধান উপদেষ্টা ইউনূস<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> বিতরণে অনীহা ও চ্যালেঞ্জে সৌরবিদ্যুৎ প্রকল্পে বিলম্ব: উপদেষ্টা ফজলুল কবির খান ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে আইএফআরএস ৯-এর সঠিক বাস্তবায়নের আহ্বান আইসিএবি-এর<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw>

আন্তর্জাতিকবনদিবসউপলক্ষ্যে বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি’র উদ্যোগে সেমিনার



ঢাকা, এপ্রিল ১৭: আন্তর্জাতিক বন দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি’র উদ্যোগে আজ ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগ মিলনায়তনে ‘বন ও খাদ্য’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি’র সভাপতি অধ্যাপক ড. মো. আজিজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিদ মজুমদার বাবু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আসফাক আহমদ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা এবং বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি’র মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন আলোচনায় অংশ নেন। বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পরিবেশ ও বন সংরক্ষণের উপর গুরুত্বারোপ করে বলেন, পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো ক্রমাগত চর্চার মধ্যে রাখতে হবে। পরিবেশ রক্ষায় প্রতিদিনই আমাদের কিছু না কিছু করা উচিৎ। এক্ষেত্রে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার সুযোগ রয়েছে। পরিবেশ সংরক্ষণের কার্যক্রমগুলো ব্যক্তি পর্যায় থেকে ধীরে ধীরে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাওয়ার উপর তিনি গুরুত্বারোপ করেন। বসবাসযোগ্য সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।