বৃহস্পতিবার ২৩ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ:
চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃক নতুন ট্রেডিং সময়সূচী প্রত্যাহারের দাবী জানিয়েছে, ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন উদ্যোক্তা তৈরির জন্য শিল্প মন্ত্রণালয় ’এসএমই’ উন্নয়ন নীতি ২০২৫’ তৈরি করছে একক ব্যক্তি ৪৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন বিআইএ নির্বাহী কমিটির নির্বাচন, ২০টি পদের জন্য ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন জব্দকৃত অ্যাকাউন্ট থেকে লুট হওয়া অর্থ উদ্ধারে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বিএফআই ইউ হত্যা ও গুমের অভিযোগে হাসিনার বিচার অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকারের মধ্যে একটি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মুশফিকুর রহমান এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে যোগদান করেছেন জুনের মধ্যে গতি ফিরে পাবে শেয়ারবাজার: ডিএসই চেয়ারম্যান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির উদ্বেগের মধ্যে বাংলাদেশ ব্যাংক নীতিগত হার বৃদ্ধির কথা ভাবছে

অবসরের পর কোথায় হারাবেন কোহলি?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে বিরাট কোহলির থাকা নিয়ে কম জলঘোলা হয়নি। পারিবারিক কারণে দুয়েক মাস মাঠের বাইরে থাকলেও, আইপিএল দিয়ে ফেরার পর কেন দলে থাকবেন সেটি প্রমাণ করেছেন তিনি। চলতি আইপিএলে এখনও সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি। ফলে বিশ্বকাপের দলে জায়গা করে নিতে আর বেগ পেতে হয়নি। এর ভেতরই অবসর নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে কোহলিকে, যেখানে তিনি ক্রিকেট ছাড়ার পর আড়ালে চলে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

আইপিএলের শুরু থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলে আসছেন কোহলি। যদিও দলটি এখন পর্যন্ত চূড়ান্ত সাফল্য পায়নি। তাদের সফলতা বলতে কেবল এক আসরে রানার্স-আপ হওয়া। তবে ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল সাবেক ভারতীয় অধিনায়ক। চলতি আসরে এখন পর্যন্ত ১৩ ম্যাচে সর্বোচ্চ ৬৬১ রান করেছেন কোহলি। ৬৬.১০ গড় এবং ১৫৫.১৫ স্ট্রাইকরেটে তিনি ব্যাট করেছেন। 

বেঙ্গালুরু ফ্র্যাঞ্জাইজির একটি অনুষ্ঠানে নিজের অবসর নিয়ে কথা বলেছেন কোহলি। সেখানে দলটির ডানহাতি ওপেনার বলেন, ‘সহজ কথায় বলতে গেলে আমি কোনো আক্ষেপ রেখে যেতে চাই না। মাঠ থেকে যা যা পাওয়ার, নিয়ে যেতে চাই। যতদিন খেলব নিজের সবটাই দিয়ে যাব, কিন্তু যখন খেলাটা শেষ করব, তখন চলে যাব, আপনারা আমাকে অনেক দিনের জন্য দেখবেন না (হাসি)।’ মাঝে তার স্ট্রাইকরেট নিয়ে সমালোচনায় মেতেছিলেন স্বদেশি কিংবদন্তি সুনীল গাভাস্কার। তবে সেই সমালোচনার জবাব আকার–ইঙ্গিতে প্রকাশের পাশাপাশি কোহলি মাঠেও দিয়েছেন।

প্রতি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার তাড়না কোথায় পান—এই প্রশ্নে কোহলির উত্তর, ‘বিষয়টা সহজ। খেলোয়াড় হিসেবে আমাদের ক্যারিয়ারের শেষ আছে। এটা ভেবে ক্যারিয়ার শেষ করতে চাই না—ওহ! ওই দিন যদি ওটা করতাম! কারণ, সারা জীবন তো খেলে যেতে পারব না। এটা আসলে অসমাপ্ত কাজ রেখে না যাওয়ার বিষয়, পরে অনুশোচনায় না ভোগার বিষয়, যেটা আমি নিশ্চিত, ভুগব না।

আরও পড়ুন