ঢাকা, ০৮ সেপ্টেম্বর ২০২৫: মোট ২২ জন বাংলাদেশি তরুণ পেশাদার এবার মর্যাদাপূর্ণ যুক্তরাজ্যের শেভেনিং স্কলারশিপ অর্জন করেছেন। এই মেধাবী শিক্ষার্থীরা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যুক্তরাজ্যের বিশ্বমানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য শিগগিরই যুক্তরাজ্যে যাবেন।
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক গত ৮ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে নির্বাচিত শেভেনিং স্কলারদের হাতে তাদের অ্যাওয়ার্ড লেটার তুলে দেন।
শেভেনিং স্কলারশিপ হলো ব্রিটিশ সরকারের একটি বৈশ্বিক বৃত্তি কর্মসূচি, যা মূলত ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO) এবং বিভিন্ন সহযোগী সংস্থার অর্থায়নে পরিচালিত হয়।1 এই বৃত্তি শক্তিশালী শিক্ষাগত পটভূমি এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ব্যক্তিদের যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনা করার সুযোগ দেয়।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, “২২ জন বাংলাদেশি মেধাবী শেভেনিং স্কলারকে আমার আন্তরিক অভিনন্দন। তারা যুক্তরাজ্যে একটি জীবন পরিবর্তনকারী যাত্রায় বের হতে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, “শেভেনিং প্রোগ্রামটি আমাদের অভিন্ন মূল্যবোধের উপর ভিত্তি করে যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে দৃঢ় অংশীদারিত্বকে প্রতিফলিত করে। এই স্কলাররা যখন যুক্তরাজ্যে তাদের পড়াশোনা শেষ করে ফিরে আসবেন, তখন তারা তাদের সম্প্রদায়গুলোতে সত্যিকারের পরিবর্তন আনতে জ্ঞান, আত্মবিশ্বাস এবং উদ্দেশ্য নিয়ে কাজ করার জন্য প্রস্তুত থাকবেন।”
২০২৬-২৭ শিক্ষাবর্ষের শেভেনিং স্কলারশিপের জন্য আবেদন বর্তমানে উন্মুক্ত রয়েছে এবং আগামী ৭ অক্টোবর ২০২৫ তারিখে আবেদন প্রক্রিয়া শেষ হবে। আগ্রহী প্রার্থীরা www.chevening.org/apply এই ঠিকানায় আবেদন করতে পারবেন।