নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের বাণিজ্যিক লেনদেন আরও সহজ ও গতিশীল করতে শিল্প কাঁচামাল আমদানির ক্ষেত্রে ইউজান্স পিরিয়ড বা বিলম্বিত পেমেন্টের সময়সীমা পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক । সোমবার (২৯ ডিসেম্বর, ২০২৫) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এই সংক্রান্ত একটি নতুন নির্দেশনা জারি করা হয়েছে ।
নতুন সময়সীমা ও শর্তাবলী এফই সার্কুলার নং-৫১ অনুযায়ী, এখন থেকে শিল্প কাঁচামাল (ব্যাক-টু-ব্যাক আমদানিসহ), কৃষি যন্ত্রপাতি এবং রাসায়নিক সার আমদানির ক্ষেত্রে সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় বিলম্বিত পেমেন্টের সময়সীমা হবে সর্বোচ্চ ২৭০ দিন ।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে, আমদানির ক্ষেত্রে এই সময়সীমা হবে ২৭০ দিন অথবা ‘ক্যাশ কনভার্সন সাইকেল’ (নগদ অর্থ রূপান্তর চক্র)—এই দুটির মধ্যে যেটি আগে হবে সেই অনুযায়ী । এর আগে ২০২৫ সাল জুড়ে বাণিজ্য সহায়তার জন্য এই সময়সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছিল, যার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে ।
ব্যাংকগুলোর জন্য নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংক সকল অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে নির্দেশ দিয়েছে যেন এই সুবিধা দেওয়ার আগে গ্রাহকের অতীত লেনদেন ও ব্যবসায়িক ধারা বিশ্লেষণ করে একটি বাস্তবসম্মত ‘ক্যাশ কনভার্সন সাইকেল’ নিশ্চিত করা হয় ।
নির্দেশনার অন্যান্য গুরুত্বপূর্ণ দিকসমূহ:
- ব্যাক-টু-ব্যাক এলসি: ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের (LC) ক্ষেত্রে এই সময়সীমা বিধিবদ্ধ রপ্তানি আয় প্রত্যাবাসন সময়সীমার সাথে সংগতি রেখে নির্ধারণ করতে হবে ।
- ব্যতিক্রম: বরাবরের মতোই রপ্তানি উন্নয়ন তহবিল (EDF) থেকে অর্থায়ন করা আমদানির ক্ষেত্রে এই বর্ধিত ইউজান্স সুবিধা প্রযোজ্য হবে না ।
বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের পরিচালক মো. হারুন-আর-রশিদ স্বাক্ষরিত এই নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার জন্য দেশের সকল অনুমোদিত বৈদেশিক মুদ্রা ডিলারদের বলা হয়েছে । শিল্প আমদানিকারকদের প্রয়োজন মেটানোর পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় ভারসাম্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় ।