রবিবার ১৮ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে যাবে ‘হ্যাঁ’ লিফলেট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মো. কাওসার আলম জলবায়ু পরিবর্তন ও ট্রাম্প: গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি বনাম বাস্তবতা গ্রিনল্যান্ড কিনতে ইউরোপীয় দেশগুলোর ওপর ট্রাম্পের ১০% শুল্ক আরোপের ঘোষণা লগারহেড কচ্ছপ ‘গুমুশ’-এর বিস্ময়কর যাত্রা: সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধিই কি কারণ?

শতভাগ অনলাইনে কাস্টমস বন্ড সেবা: এনবিআরের যুগান্তকারী পদক্ষেপ

শতভাগ অনলাইনে কাস্টমস বন্ড সেবা: এনবিআরের যুগান্তকারী পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে আরও একধাপ এগিয়ে গেল দেশের কাস্টমস ব্যবস্থাপনা। এখন থেকে ‘ইউটিলাইজেশন পারমিশন’ বা ইউপি সংক্রান্ত সকল সেবা শতভাগ অনলাইনে প্রদানের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক পরিপত্রের মাধ্যমে জানানো হয়েছে যে, আজ থেকেই ম্যানুয়ালি ইউপি আবেদন গ্রহণ ও অনুমোদনের পুরনো প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে গেল।

কী এই পরিবর্তন? এখন থেকে বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের ইউপি আবেদন ও অনুমোদনের জন্য সিবিএমএস (Customs Bond Management System) সফটওয়্যার ব্যবহার করতে হবে। এনবিআরের অধীন তিনটি কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।

ব্যবসায়ীদের জন্য যেসব সুবিধা থাকছে: পেপারলেস সার্ভিস: কোনো কাগজ জমা দিতে বা সশরীরে কাস্টমস অফিসে যাওয়ার প্রয়োজন নেই।

দ্রুত অনুমোদন: আবেদন থেকে শুরু করে যাচাই-বাছাই ও অনুমোদন—সবই হবে স্বয়ংক্রিয় বা অটোমেটেড।

স্বচ্ছতা ও জবাবদিহিতা: ব্যক্তিনির্ভরতা কমায় দুর্নীতি বা দীর্ঘসূত্রতার সুযোগ থাকবে না।

ব্যয় সাশ্রয়: যাতায়াত এবং ফাইল প্রসেসিংয়ের খরচ অনেকাংশে কমে আসবে।

এনবিআরের প্রত্যাশা এনবিআর জানিয়েছে, এই নতুন সফটওয়্যার ব্যবহারের ফলে বন্ড ব্যবস্থাপনায় নজরদারি আরও বাড়বে এবং তথ্য সংরক্ষণ সহজ হবে। এতে করে বন্ড সংক্রান্ত আইনি জটিলতা ও মামলা কমবে। মূলত রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাজ সহজ করতেই এই পদক্ষেপ, যা দেশের বৈদেশিক বাণিজ্যকে আরও গতিশীল করবে এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি আস্থার পরিবেশ তৈরি করবে।