নিজস্ব প্রতিবেদক, ঢাকা : আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) আবেদনের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর নির্বাচন কমিশন সচিবালয় এই তথ্য নিশ্চিত করেছে।
ইসি সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আপিল প্রক্রিয়ার শেষ দিনে আজ ১৭৬ জন সংক্ষুব্ধ প্রার্থী তাদের আবেদন জমা দেন। অধিকাংশ আপিলই করা হয়েছে প্রাথমিক বাছাইয়ে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে।
আগামীকাল থেকে শুনানি শুরু নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) থেকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আপিল শুনানি ও নিষ্পত্তি কার্যক্রম শুরু হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে এই শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।
প্রথম দিন (শনিবার) তালিকার ১ থেকে ৭০ নম্বর ক্রমিকের আবেদনগুলোর শুনানি অনুষ্ঠিত হবে।
এক নজরে বাছাইয়ের পরিসংখ্যান গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৬৯ জন রিটার্নিং অফিসার ৩০০টি সংসদীয় আসনের মনোনয়নপত্র বাছাই করেন। বাছাইয়ের চিত্র ছিল নিম্নরূপ:
মোট জমা পড়া মনোনয়নপত্র: ২,৫৬৮টি
বৈধ ঘোষণা: ১,৮৪২টি
বাতিল ঘোষণা: ৭২৩টি
নির্বাচনি সূচি ও গণভোট তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে ‘জুলাই ন্যাশনাল চার্টার’ (সাংবিধানিক সংস্কার) বাস্তবায়ন আদেশের ওপর দেশব্যাপী গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পরবর্তী গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ২০ জানুয়ারি
প্রচারণা শুরু: ২২ জানুয়ারি
প্রচারণা শেষ: ১০ ফেব্রুয়ারি (ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে)
ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি (সকাল ৭:৩০ থেকে শুরু)