মঙ্গলবার ২৭ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়: বিটকয়েন মাইনিং ক্ষমতা কমেছে ৩৭ শতাংশ ইউরোপে টেসলার বড় ধস: বিক্রি কমেছে ৩৮ শতাংশ, বাজার দখলে এগোচ্ছে চীনা বিওয়াইডি প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাস কমিটির প্রতিবেদন বিজয়ী হলে প্রতিশোধ নয়, সবাইকে ক্ষমা করার ঘোষণা জামায়াত আমিরের বিএনপিকে জয়ী করতে একাত্তরের মতো ঐক্যবদ্ধ থাকুন : তারেক রহমান ব্যাংকিং খাতকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত করতে আইনি সংস্কার জরুরি: গভর্নর ২৬ দিনে এলো ২৭১ কোটি ডলার: রেমিট্যান্সে বড় লাফ ইতিহাসে প্রথমবার ৫০০০ ডলার ছাড়ালো সোনার দাম: নেপথ্যে ট্রাম্পের শুল্ক নীতি ও বৈশ্বিক উত্তেজনা যুক্তরাষ্ট্রে দানবীয় তুষারঝড়: ১৫ হাজার ফ্লাইট বাতিল, ২০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

বিশ্ববাজারে টিকে থাকতে শুল্কের চেয়ে ‘নন-ট্যারিফ’ বাধাই বড় চ্যালেঞ্জ: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বর্তমান বিশ্ববাণিজ্যে সরাসরি আমদানিশুল্কের চেয়ে প্রযুক্তিগত ও রেগুলেটরি বা ‘নন-ট্যারিফ’ বাধাগুলো বাংলাদেশের জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

সোমবার বিকেলে এনবিআরের মাল্টিপারপাস হলে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “একসময় রাজস্বের সিংহভাগ কাস্টমস থেকে আসলেও এখন তা মাত্র ২২-২৩ শতাংশে নেমে এসেছে। সারা বিশ্বে শুল্কের হার কমছে, কিন্তু পণ্য ঠেকাতে বিভিন্ন দেশ এখন কারিগরি কমপ্লায়েন্স ও নানা বিধিনিষেধ আরোপ করছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় কাস্টমসকে শুধু কর আদায়ের মানসিকতা থেকে বেরিয়ে বাণিজ্য সহজীকরণে মনোযোগী হতে হবে।”

মিথ্যা ঘোষণা ও অসম প্রতিযোগিতা

ব্যবসায়ীদের প্রতি সঠিক ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে চেয়ারম্যান বলেন, নিয়ম সহজ করার সুযোগ নিয়ে কেউ কেউ মিথ্যা তথ্যে পণ্য আমদানি করেন। এতে শতভাগ কায়িক পরীক্ষার প্রয়োজন পড়ে, যার ফলে সৎ ব্যবসায়ীদের সময় অপচয় হয়।

“ভুল বা অসত্য ডিক্লেয়ারেশন শুধু রাজস্বই ফাঁকি দেয় না, বরং সৎ আমদানিকারকদের বাজারে অসম প্রতিযোগিতার মুখে ঠেলে দেয়। আপনারা স্বচ্ছতা বজায় রাখলে আমরা দ্রুত পণ্য খালাসের নিশ্চয়তা দেব।”

বন্ড সুবিধা ও অটোমেশন

রপ্তানিমুখী শিল্পে বন্ডেড ওয়্যারহাউস সুবিধার গুরুত্ব তুলে ধরে এনবিআর চেয়ারম্যান জানান, গার্মেন্টস খাতের সাফল্যে এই সুবিধার বড় ভূমিকা রয়েছে। এখন এই সুবিধা অন্য সম্ভাবনাময় খাতেও বিস্তৃত করার কথা ভাবছে সরকার।

তবে বন্ড সুবিধার অপব্যবহার নিয়ে তিনি কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “বন্ডের পণ্য খোলা বাজারে বিক্রি করা দেশীয় শিল্পের জন্য হুমকি। আমরা এখন বন্ড অটোমেশন নিয়ে কাজ করছি। পুরো প্রক্রিয়াটি ডিজিটাল হয়ে গেলে কে কতটুকু কাঁচামাল ব্যবহার করছেন তা সিস্টেমই বলে দেবে। এতে স্বচ্ছতা আসবে এবং অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতা বন্ধ হবে।”

বাণিজ্য সচিবের উদ্বেগ: বিমানবন্দরের স্ক্যানিং ব্যবস্থা

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্য সচিব মো. মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশে নন-ট্যারিফ ব্যারিয়ার অনেক বেশি, যা নিয়ে তেমন আলোচনা হয় না। তিনি বিশেষ করে বিমানবন্দরের পণ্য ও যাত্রী ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করেন।

তিনি মন্তব্য করেন, “বিশ্বের আর কোনো দেশে বাংলাদেশের মতো এভাবে লাগেজ স্ক্যানিংয়ের আধিক্য দেখা যায় না। বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা আমাদের এই সিস্টেম নিয়ে প্রশ্ন তোলেন। ব্যবসার পরিবেশ উন্নত করতে এই প্রক্রিয়াগুলোতে পরিবর্তন আনা জরুরি।”

সেমিনারে এনবিআর সদস্য (কাস্টমস: পলিসি ও আইসিটি) মুহাম্মদ মুবিনুল কবীর মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।