বুধবার ১০ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ:
বিএপিএলসির সভাপতি রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ ঢাবিতে চার দিনব্যাপী বিআইআইটি-আইআইআইটি উইন্টার স্কুল শুরু চলতি বছরে ৩০ নভেম্বর পর্যন্ত জনশক্তি রপ্তানি ১০ লক্ষাধিক খ্যাতিমান অর্থনীতিবিদ মোহাম্মদ জহুরুল ইসলামের ইন্তেকাল: বিআইআইটি-এর শোক নতুন পাঠ্যবই মুদ্রণ ও বিতরণে বিঘ্নের আশঙ্কা নেই: সালেহউদ্দিন বাংলাদেশের ঐতিহাসিক শ্রম সংস্কার, বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ ফরেন এক্সচেঞ্জ বাজার স্থিতিশীল রাখতে ১৩ ব্যাংক থেকে ২০২ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক বিজিএমইএ এর স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ: আরও ৪টি হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর মিরসরাইয়ের বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানির ১০.৩২ মিলিয়ন ডলার বিনিয়োগ

বিলস এর আয়োজনে সাংবাদিকদের জন্য তৈরী পোশাক শিল্পে এইচআরডিডি বিষয়ে দুই দিনের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সমাপ্ত

বিলস এর আয়োজনে সাংবাদিকদের জন্য তৈরী পোশাক শিল্পে এইচআরডিডি বিষয়ে দুই দিনের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ-বিলস মন্ডিয়াল এফএনভি-এর সহায়তায় সাংবাদিকদের জন্য তৈরী পোশাক খাতে হিউম্যান রাইটস ডিউ ডিলিডেন্স বিষয়ে দুই দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ আজ, ৩১ আগস্ট, ২০২৫ রাজধানীর হোটেল এশিয়ায় সমাপ্ত হয়। বিলস নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন।  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনডিয়াল এফএনভির কনসালট্যান্ট মো. শাহিনুর রহমান, বাংলাদেশ লেবার রাইটস জার্নালিস্টস ফোরামের সভাপতি কাজী আব্দুল হান্নান, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অফিস সম্পাদক জাকির হোসেন, প্রশিক্ষক ও গবেষক এবং মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আওরঙ্গজেব আকন্দ এবং বিলস-এর পরিচালক নাজমা ইয়াসমীন, উপপরিচালক মোঃ ইউসুফ আল-মামুন প্রমুখ।

উল্লেখ্য, এইচআরডিডি প্রক্রিয়ার জাতীয় প্রেক্ষাপটে সাংবাদিকদের সক্ষমতা উন্নয়নের জন্য বিলস এই প্রশিক্ষণ আয়োজনের করে। বিভিন্ন উৎস থেকে এ সম্পর্কিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সাংবাদিকদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রিসোর্স টুলকিট এবং প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি করা হয়েছে, যা তাদের রিপোর্টিং, উপসম্পাদকীয় এবং কলাম লেখার ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা করা যায়।

বক্তারা বলেন, তৈরী পোশাক খাতে যে সমস্ত ঝুঁকি ও নীতিগত দুর্বলতার কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে অনুসৃত মানবাধিকার ইস্যুগুলো লংঘিত হয় তা সমাধান না করতে পারলে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানী হ্রাস পেতে পারে, তাই এগুলো চিহ্নিত করতে সকল পক্ষকে এগিয়ে আসতে হবে। মিডিয়া এ ক্ষেত্রে ওয়াচডগ হিসেবে জোরালো ভূমিকা পালন করতে পারে বলে তারা মন্তব্য করেন। ব্র্যান্ডগুলোকে জবাবদিহিতার আওতায় আনতেও জাতীয় ও দেশের আন্তর্জাতিক মিডিয়াগুলোর জোরালো ভূমিকা রয়েছে বলে তারা উল্লেখ করেন।  এ ক্ষেত্রে সমসাময়িক নীতি ও আইনী বিষয়গুলো সম্পর্কে মিডিয়াগুলোকে হালনাগাদ রাখতে ট্রেড ইউনিয়ন সহায়তাকারী প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণ, কর্মশালা, নীতিগত সংলাপ, কর্মক্ষেত্র পরিদর্শন ও প্রচার-প্রকাশনার উদ্যোগ গ্রহণের মাধ্যমে মিডিয়াকে সহযোগিতা করতে পারে বলে তারা মন্তব্য করেন।

 দুই দিনের এই প্রশিক্ষণে বিভিন্ন জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন সংবাদমাধ্যমের ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি