সোমবার ২০ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন ২৭ ঘণ্টা পর নিভল, কাঠামো ঝুঁকিপূর্ণ: এফএসসিডি ঋণ অবলোপনে নতুন নীতিমালা, ৩০ দিন আগে নোটিশ দেওয়া বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক শাহজালাল বিমানবন্দরে আগুনে পোশাক শিল্পের কাঁচামাল ও গুরুত্বপূর্ণ স্যাম্পল ধ্বংস: বিজিএমইএ ইউএনবি’র সেমিনার: ব্যাংকে আমানতকারীদের অধিকার সুরক্ষায় দক্ষ ও পেশাদার পরিচালক নিয়োগের তাগিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত ২৫ দলের সনদ স্বাক্ষর: অংশ নিলেন না জুলাই আন্দোলনের প্রধান দল এনসিপি ও বামপন্থীরা সুর ও ছন্দে ঢাবি চারুকলার বকুলতলায় শরৎ উৎসব উদযাপন ইসলামি ব্যাংকিংয়ে সুশাসন বাড়াতে ‘শরিয়াহ উপদেষ্টা বোর্ড’ গঠন করছে বাংলাদেশ ব্যাংক হজ নিবন্ধনের অর্থ জমা দিতে শনিবার খোলা থাকবে নির্দিষ্ট ব্যাংকের শাখা

বিলস এর আয়োজনে সাংবাদিকদের জন্য তৈরী পোশাক শিল্পে এইচআরডিডি বিষয়ে দুই দিনের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সমাপ্ত

বিলস এর আয়োজনে সাংবাদিকদের জন্য তৈরী পোশাক শিল্পে এইচআরডিডি বিষয়ে দুই দিনের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ-বিলস মন্ডিয়াল এফএনভি-এর সহায়তায় সাংবাদিকদের জন্য তৈরী পোশাক খাতে হিউম্যান রাইটস ডিউ ডিলিডেন্স বিষয়ে দুই দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ আজ, ৩১ আগস্ট, ২০২৫ রাজধানীর হোটেল এশিয়ায় সমাপ্ত হয়। বিলস নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন।  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনডিয়াল এফএনভির কনসালট্যান্ট মো. শাহিনুর রহমান, বাংলাদেশ লেবার রাইটস জার্নালিস্টস ফোরামের সভাপতি কাজী আব্দুল হান্নান, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অফিস সম্পাদক জাকির হোসেন, প্রশিক্ষক ও গবেষক এবং মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আওরঙ্গজেব আকন্দ এবং বিলস-এর পরিচালক নাজমা ইয়াসমীন, উপপরিচালক মোঃ ইউসুফ আল-মামুন প্রমুখ।

উল্লেখ্য, এইচআরডিডি প্রক্রিয়ার জাতীয় প্রেক্ষাপটে সাংবাদিকদের সক্ষমতা উন্নয়নের জন্য বিলস এই প্রশিক্ষণ আয়োজনের করে। বিভিন্ন উৎস থেকে এ সম্পর্কিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সাংবাদিকদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রিসোর্স টুলকিট এবং প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি করা হয়েছে, যা তাদের রিপোর্টিং, উপসম্পাদকীয় এবং কলাম লেখার ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা করা যায়।

বক্তারা বলেন, তৈরী পোশাক খাতে যে সমস্ত ঝুঁকি ও নীতিগত দুর্বলতার কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে অনুসৃত মানবাধিকার ইস্যুগুলো লংঘিত হয় তা সমাধান না করতে পারলে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানী হ্রাস পেতে পারে, তাই এগুলো চিহ্নিত করতে সকল পক্ষকে এগিয়ে আসতে হবে। মিডিয়া এ ক্ষেত্রে ওয়াচডগ হিসেবে জোরালো ভূমিকা পালন করতে পারে বলে তারা মন্তব্য করেন। ব্র্যান্ডগুলোকে জবাবদিহিতার আওতায় আনতেও জাতীয় ও দেশের আন্তর্জাতিক মিডিয়াগুলোর জোরালো ভূমিকা রয়েছে বলে তারা উল্লেখ করেন।  এ ক্ষেত্রে সমসাময়িক নীতি ও আইনী বিষয়গুলো সম্পর্কে মিডিয়াগুলোকে হালনাগাদ রাখতে ট্রেড ইউনিয়ন সহায়তাকারী প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণ, কর্মশালা, নীতিগত সংলাপ, কর্মক্ষেত্র পরিদর্শন ও প্রচার-প্রকাশনার উদ্যোগ গ্রহণের মাধ্যমে মিডিয়াকে সহযোগিতা করতে পারে বলে তারা মন্তব্য করেন।

 দুই দিনের এই প্রশিক্ষণে বিভিন্ন জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন সংবাদমাধ্যমের ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি