মঙ্গলবার ২০ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
১২ ফেব্রুয়ারির নির্বাচন হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ ও উৎসবমুখর: অধ্যাপক ইউনূস গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ-তে সিল দিন: প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তার জন্য ২৫,০০০ বডি-ওর্ন ক্যামেরা ও ৪১৮টি ড্রোন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সুতা আমদানিতে বিধিনিষেধের প্রতিবাদে বিজিএমইএ ও বিকেএমইএ: সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা কৃষকদের তীব্র বিক্ষোভ উপেক্ষা করেই মারকোসুরের সঙ্গে ইউরোপের বিশাল বাণিজ্য চুক্তি স্বাক্ষর গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের হুমকি: পাল্টা ‘বাজুকা’ ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো আরও ১১ প্রতিষ্ঠান, সেবার সংখ্যা বেড়ে ১৪২ ১৮ দিনেই দুই বিলিয়ন ডলার ছাড়ালো রেমিট্যান্স, ভাঙতে পারে অতীতের সব রেকর্ড গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো আরও ১১ প্রতিষ্ঠান, সেবার সংখ্যা বেড়ে ১৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : দেশে বিনিয়োগের পরিবেশ আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে যুক্ত হয়েছে আরও ১১টি সেবাদানকারী প্রতিষ্ঠান। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার কনফারেন্স রুমে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে এই নতুন অংশীদারিত্বের সূচনা হয়।

নতুন যুক্ত হওয়া ১১ প্রতিষ্ঠান

নতুন এই সমঝোতা স্মারকের আওতায় ৪টি বাণিজ্যিক ব্যাংক এবং ৭টি সিটি কর্পোরেশন বিডার ওএসএস প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছে।

  • ব্যাংকসমূহ: রূপালী ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি।
  • সিটি কর্পোরেশন: রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, গাজীপুর এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

এই চুক্তির ফলে বিনিয়োগকারীরা এখন থেকে একটি মাত্র প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়নসহ বিভিন্ন আর্থিক ও পৌরসেবা ঘরে বসেই গ্রহণ করতে পারবেন।

লক্ষ্য: একটি ওয়েবসাইট, একটি লগইন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “আমাদের লক্ষ্য হলো বিনিয়োগকারীদের জন্য একটি ‘সিঙ্গেল-এন্ট্রি’ সিস্টেম তৈরি করা। একজন ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে বড় শিল্পগোষ্ঠী—সবাই যেন মাত্র একটি ওয়েবসাইট ও একটি লগইনের মাধ্যমে সব সরকারি সেবা পান, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।”

তিনি আরও জানান, উন্নত দেশগুলোতে তথ্য আদান-প্রদান ব্যবস্থা অত্যন্ত আধুনিক। বাংলাদেশও সেই পথে এগোচ্ছে যাতে বিনিয়োগকারীদের একই তথ্য বারবার বিভিন্ন দপ্তরে জমা দিতে না হয়।

ওএসএস-এর বর্তমান অগ্রগতি

বিডা সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ওয়ান স্টপ সার্ভিস চালুর পর থেকে এ পর্যন্ত মোট ৬৩টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে ৪৭টি সংস্থার মোট ১৪২টি সেবা এই পোর্টালে পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত এই সিস্টেমের মাধ্যমে ২ লাখ ১৫ হাজার ৬৯৯টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

ওএসএস-এর মাধ্যমে পাওয়া উল্লেখযোগ্য সেবাসমূহ:

বিনিয়োগকারীরা বর্তমানে এই প্ল্যাটফর্মে যেসব গুরুত্বপূর্ণ সেবা পাচ্ছেন তার মধ্যে রয়েছে:

  • ব্যবসায়িক নিবন্ধন: আরজেএসসি (RJSC) থেকে কোম্পানির নাম ছাড়পত্র ও নিবন্ধন, বিডা প্রজেক্ট রেজিস্ট্রেশন, ই-টিন (e-TIN) এবং ভ্যাট নিবন্ধন (BIN)।
  • বিদেশি বিনিয়োগ সুবিধা: বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়ন, ই-ভিসা ও পিআই-ভিসা সুপারিশ এবং রয়্যালটি বা রেমিট্যান্স পাঠানোর অনুমোদন।
  • ভূমি ও নির্মাণ: রাজউক (RAJUK) বা সিডিএ (CDA) থেকে ভূমি ব্যবহারের ছাড়পত্র, নির্মাণ অনুমোদন এবং ভূমি মন্ত্রণালয়ের ই-নামজারি।
  • ইউটিলিটি সংযোগ: ডিপিডিসি, ডেসকো বা ওয়াসা থেকে বিদ্যুৎ ও পানি সংযোগের অনুমতি এবং পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশগত ছাড়পত্র।

বিডা কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে আরও অন্যান্য প্রতিষ্ঠানের সেবাও এই একক প্ল্যাটফর্মে যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।