বুধবার ৫ নভেম্বর, ২০২৫
সর্বশেষ:
অনলাইন জুয়ার লেনদেন বন্ধে এমএফএস অপারেটরদের প্রতি বাংলাদেশ ব্যাংকের জরুরি নির্দেশনা সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) ৯ মাসে ১৭০৪ কোটি টাকার রেকর্ড লোকসান! পোশাক শিল্পে নতুন দিগন্ত: মার্কিন তুলা ব্যবহারে শুল্ক ছাড়ের সুযোগ নিতে বিজিএমইএ-এর দ্রুত নির্দেশনা চাই বাংলাদেশে ডিজিটাল ব্যাংক স্থাপনে ১২টি প্রতিষ্ঠানের আবেদন জমা বাংলাদেশের রপ্তানি আয় মাসিক বেড়েছে, তবে গড় হিসেবে অক্টোবর ২০২৫-এ পতন হয়েছে অস্ত্র রপ্তানির লক্ষ্য: ‘ডিফেন্স ইকোনমিক জোন’ স্থাপনে জমি খুঁজছে বাংলাদেশ বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব: মন্ত্রীর পূর্ণ মর্যাদা পেতে পারেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর<gwmw style="display:none;"></gwmw> ৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে অক্টোবরে রেমিট্যান্স ২.৫৬ বিলিয়ন ডলারে: গতি কমেছে আগের মাসের তুলনায় এসএমইখাতকেঅর্থনীতিরমূলচালিকাশক্তিতেরূপান্তরেরউদ্যোগ: ৪বৈঠকশেষেযুগান্তকারীসিদ্ধান্ত

বিজিএমইএ নির্বাচনে দুই প্যানেলের মনোনয়নপত্র জমা

ঢাকা, ২৬ এপ্রিল: শনিবার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে উৎসব মুখর পরিবেশে ৩১ মে অনুষ্ঠিতব্য ২০২৫-২৫ বিজিএমইএ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচনে অংশগ্রহনকারী দুটি প্যানেল  ‘সম্মিলিত পরিষদ ও ফোরাম’ এর প্রার্থীরা। এছাড়াও ২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার বিজিএমইএ দপ্তরে ৬ জন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ মনোনয়নপত্র জমা দেয়া উপলক্ষ্যে বিজিএমইএ দপ্তরে আগত দুটি প্যানেলের লিডার ও প্রার্থীদেরকে বিজিএমইএ ভবনে স্বাগত জানান বিজিএমইএ প্রশাসক মোঃ আনোয়ার হোসেন ।

শুরুতে ফোরামের পক্ষে মনোনয়নপত্র জমা দেন প্যানেল লিডার ও রাইজিং ফ্যাশনস এর ব্যবস্থাপনা পরিচালক, মাহমুদ হাসান খান (বাবু)। এ সময় তার সঙ্গে ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী (পারভেজ), ফোরামের সভাপতি এম এ সালাম এবং প্রধান নির্বাচন সমন্বয়কারী ফয়সাল সামাদ সহ ফোরামের নেতারা।

এরপর সম্মিলিত পরিষদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন প্রধান নির্বাচন সমন্বয়কারী ও বিজিএমইএ এর সাবেক সভাপতি ফারুক হাসান। এ সময় তার সঙ্গে ছিলেন সম্মিলিত পরিষদের সভাপতি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান এবং প্যানেল লিডার ও চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আবুল কালাম সহ সম্মিলিত পরিষদের নেতারা।

মনোনয়নপত্র জমা শেষে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান, মোহাম্মদ ইকবাল তার সমাপনী বক্তব্যে প্রার্থীদের ধন্যবাদ জানান এবং আসন্ন নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার বিষয়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা আজই প্রকাশিত হচ্ছে।

উল্লেখ্য যে, দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে সবার সার্বিক সহযোগিতায় নির্বাচনের কাজ করছে নির্বাচনী বোর্ড।