নিজস্ব প্রতিবেদক, ঢাকা : দেশের গুরুত্বপূর্ণ কেপিআই (KPI) প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নিনিরাপত্তা জোরদার এবং দ্রুত জরুরি সেবা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ফায়ার সার্ভিসের পক্ষে ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে যুগ্ম পরিচালক মো. রিয়াদ ফারজান্দ এই চুক্তিতে সই করেন।
চুক্তির আওতায় বিশেষ সুবিধাসমূহ:
- স্যাটেলাইট ফায়ার স্টেশন: এই সমঝোতার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ভবনের অভ্যন্তরে একটি ‘স্যাটেলাইট ফায়ার স্টেশন’ স্থাপন করা হবে।
- সার্বক্ষণিক মোতায়েন: অগ্নিকাণ্ডের সময় দ্রুত পদক্ষেপ নিতে এই স্টেশনে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল এবং আধুনিক সরঞ্জাম সার্বক্ষণিক মোতায়েন থাকবে।
- জনবল ও সরঞ্জাম: ফায়ার সার্ভিসের বিভিন্ন পদের মোট ১৩ জন সদস্য একটি বড় গাড়ি-পাম্প এবং প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামসহ এখানে অবস্থান করবেন।
প্রয়োজনীয়তা ও গুরুত্ব: ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা। এছাড়া এর অবস্থান রাজধানীর ব্যস্ততম মতিঝিল এলাকায়। এই স্যাটেলাইট স্টেশনটি চালু হওয়ার ফলে শুধু বাংলাদেশ ব্যাংক নয়, এর আশপাশের এলাকায় কোনো অগ্নিকাণ্ড ঘটলে ফায়ার সার্ভিস অনেক দ্রুত সেখানে পৌঁছাতে পারবে। এতে জানমালের ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।