সোমবার ৮ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ:
অর্থনৈতিক সম্প্রসারণের গতি হ্রাস: সব প্রধান খাতে ধীরগতির ইঙ্গিত ৩২ হাজার সহকারী শিক্ষককে মামলার কারণে পদোন্নতি দেওয়া যাচ্ছে না: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বাংলাদেশ ও ডেনমার্কের দুগ্ধজাত খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদার করবে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত কমিশন : সিইসি নির্বাচনের পরে আজারবাইজান ঢাকায় দূতাবাস খুলবে: আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার রোধে অঙ্গীকার চায় টিআইবি উদ্যোক্তাদের জন্য নানান সেবা নিয়ে এসএমই মেলায় ইসলামী ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> ডিসেম্বরের প্রথম ৬ দিনে রেমিট্যান্স ৬৩২ মিলিয়ন ডলার ছাড়িয়েছে খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার: প্রেস সচিব

বাংলাদেশকে দক্ষতায় এগিয়ে নিতে এক লাখ শিক্ষার্থীকে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণ দেবে সরকার

ঢাকা: আইসিটি থেকে এক লাখ শিক্ষার্থীকে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বুধবার (৩ সেপ্টেম্বর) রংপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল’র আঞ্চলিক কার্যালয়ে জুলাই যোদ্ধাদের কম্পিউটার ফান্ডামেন্টাল এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির ভার্চুয়ালি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এআই ও জেনারেটেড এআই সম্পর্কে জ্ঞান অর্জন করতে না পারলে আমরা দেশ ও আন্তর্জাতিকভাবে পিছিয়ে যাব। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে আইসিটি থেকে এক লাখ শিক্ষার্থীকে ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণার্থীদের পরামর্শ নিয়ে আমরা এই প্রশিক্ষণকে সময়োপযোগী করতে চাই।

তিনি আরও বলেন, রংপুরের মানুষের আত্মত্যাগের কথা আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। তাই আমরা রংপুর থেকে এই প্রশিক্ষণ শুরু করেছি।প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, আমরা মোবাইল আইসিটি ল্যাবের পরিকল্পনা গ্রহণ করেছি। এ গাড়িতে প্রশিক্ষণের সুবিধা থাকবে। মানুষ যেখানে অবস্থান করবে সেখানে গিয়ে ট্রেনিং দেওয়া হবে।

তিনি বলেন, বিগত রাজনৈতিক সংস্কৃতির কারণে রংপুর পিছেয়ে পড়েছে। তাই প্রযুক্তিতে এ অঞ্চলকে এগিয়ে নেওয়ার জন্য আইসিটির করণীয় নির্ধারণের পাশাপাশি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সঙ্গে নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায়, তা ভাবা হচ্ছে বলেও তিনি জানান।

প্রশিক্ষণ আয়োজন বিষয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, জুলাই যোদ্ধাদের নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে পাশাপাশি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। স্কুল কলেজে প্রথম ধাপে ৪২ ঘণ্টার আইসিটি বিষয়ক প্রশিক্ষণ হবে এ প্রশিক্ষণের লার্নিং নিয়ে দ্বিতীয় ধাপে উন্নততর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

পর্যায়ক্রমে এ প্রশিক্ষণে মাদরাসাগুলোকে যুক্ত করা হবে।ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এই প্রকল্পের মাধ্যমে ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১০টি আরআইসি ল্যাব স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণা করার সুযোগ তৈরি হবে।বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আয়োজিত রংপুর বিভাগের জুলাই যোদ্ধাদের জন্য ৭দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণে প্রথম পর্যায়ে ২০ জনকে কম্পিউটার ফান্ডামেন্টাল এবং ২০ জনকে ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

পর্যায়ক্রমে এ প্রশিক্ষণ দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে।এর আগে চলতি বছরের ১৬ আগস্ট থেকে টাঙ্গাইলের গোরস্থান জামিয়া ইসলামিয়া দারুস-সুন্নাহ মাদরাসার ১৬০ জন শিক্ষার্থী নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।পর্যায়ক্রমে চট্টগ্রাম, কুমিল্লা ও টাঙ্গাইল জেলার মোট ৭৪০ জন মাদরাসা শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় প্রশিক্ষিত হবে।