বুধবার ১০ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ:
বিএপিএলসির সভাপতি রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ ঢাবিতে চার দিনব্যাপী বিআইআইটি-আইআইআইটি উইন্টার স্কুল শুরু চলতি বছরে ৩০ নভেম্বর পর্যন্ত জনশক্তি রপ্তানি ১০ লক্ষাধিক খ্যাতিমান অর্থনীতিবিদ মোহাম্মদ জহুরুল ইসলামের ইন্তেকাল: বিআইআইটি-এর শোক নতুন পাঠ্যবই মুদ্রণ ও বিতরণে বিঘ্নের আশঙ্কা নেই: সালেহউদ্দিন বাংলাদেশের ঐতিহাসিক শ্রম সংস্কার, বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ ফরেন এক্সচেঞ্জ বাজার স্থিতিশীল রাখতে ১৩ ব্যাংক থেকে ২০২ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক বিজিএমইএ এর স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ: আরও ৪টি হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর মিরসরাইয়ের বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানির ১০.৩২ মিলিয়ন ডলার বিনিয়োগ

প্রাইমার্ক এর কান্ট্রি কন্ট্রোলার ফিলিপ্পো পোগি’র প্রতি বিজিএমইএ এর শ্রদ্ধাঞ্জলী

প্রাইমার্ক এর কান্ট্রি কন্ট্রোলার ফিলিপ্পো পোগি’র প্রতি বিজিএমইএ এর শ্রদ্ধাঞ্জলী

ঢাকা, ৪ জুন :বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) প্রাইমার্কের কান্ট্রি কন্ট্রোলার, ফিলিপ্পো পোগি’র মৃত্যুতে গভীর শোকভাবে শোকাহত। বিজিএমইএ তার রুহের মাগফেরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

উল্লেখ্য যে, প্রয়াত ফিলিপ্পো’র প্রতি শ্রদ্ধা জানাতে বিজিএমইএ এর উদ্যোগে ০৪ জুন ২০২৫ ফিলিপ্পো’র মরদেহ বিজিএমইএ দপ্তরে নিয়ে আসা হয়।

এ সময় প্রাইমার্কের বাংলাদেশি সরবরাহকারী, প্রয়াত পোগী’র পরিবারের সদস্য, বন্ধু, বিজিএমইএ সদস্য, প্রাইমার্ক কর্মকর্তাগন এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিজিএমইএ এর পক্ষ থেকে প্রয়াত ফিলিপ্পো’র মরদেহের উপর পুষ্পস্তবক অর্পন করেন প্রশাসক আনোয়ার হোসেন। ফিলিপ্পো’কে একজন চমৎকার মনের মানুষ হিসেবে অভিহিত করে আনোয়ার হোসেন বলেন, ফিলিপ্পো প্রাইমার্ক এবং বাংলাদেশের পোশাক শিল্পের মধ্যে সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

“ফিলিপ্পো ছিলেন একজন চমৎকার মানুষ, – সহৃদয়বান এবং প্রানবন্ত। আমার মনে পড়ছে, মাত্র এক মাস আগে বিজিএমইএ অফিসে আমাদের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিলো। বিশ্বাস করা কঠিন যে ফিলিপ্পো এখন আর আমাদের মাঝে নেই।”

তিনি আরও বলেন, “ফিলিপ্পো বাংলাদেশের পোশাক খাতের একজন প্রকৃত বন্ধু ছিলেন। তার সমর্থন এবং প্রচেষ্টা, প্রাইমার্ক এবং আমাদের শিল্পের মধ্যে একটি শক্তিশালী এবং স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করেছে। তার অবদান সত্যিকার অর্থেই শিল্পে পরিবর্তন এনেছে এবং তা কখনো ভোলা যাবে না।”

বিজিএমইএ এর প্রেসিডেন্ট-ইলেক্ট মাহমুদ হাসান খান (বাবু) বলেন, “ফিলিপ্পোর মৃত্যুতে আমরা বাংলাদেশের পোশাক শিল্পের একজন প্রকৃত বন্ধুকে হারালাম। তিনি আমাদের চ্যালেঞ্জগুলো বুঝতেন, আমাদের সম্ভাবনার উপর আস্থা রাখতেন এবং শিল্পে সহযোগিতা জোরদার করার জন্য অক্লান্ত পরিশ্রম করতেন। তার অনুপস্থিতি সমগ্র শিল্পে গভীরভাবে অনুভূত হবে।”

ফিলিপ্পো পোগি’র স্ত্রী মিসেস ফে বিজিএমইএ এবং সমগ্র পোশাক পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “ফিলিপ্পোর প্রতি সকলের অগাধ ভালোবাসা দেখে আমি অভিভূত। এটি বাংলাদেশের তৈরি পোশাক খাতে যাদের সাথে তিনি কাজ করেছেন, তাদের সাথে তার দৃঢ় সম্পর্কের কথাই বলে।”

আনোয়ার হোসেন বিজিএমইএ এবং পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে ফিলিপ্পো পোগি’র স্ত্রী মিসেস ফে’র কাছে একটি শোকপত্র হস্তান্তর করেন।

ফিলিপ্পো পোগি’র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিজিএমইএ প্রাঙ্গণে একটি চারা রোপণ করা হয়।