বুধবার ২২ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
অবৈধ ইলিশ শিকার দমনে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ: ভারতীয় জেলেদের প্রবেশ নিয়ে উপদেষ্টার হুঁশিয়ারি বাংলাদেশের ব্যাংক খাতে ভয়াবহ সংকট: মূলধন ঘাটতি দেড় লাখ কোটি টাকা ছাড়ালো, স্থিতিশীলতায় দীর্ঘ সময় লাগবে: বিশেষজ্ঞরা ব্যাংকিং খাতে তীব্র সংকট: খেলাপি ঋণের ধাক্কায় মূলধন ঘাটতি রেকর্ড ১.৫৫ লাখ কোটি টাকা নির্বাচনের আগে প্রশাসনে রদবদল আমার তত্ত্বাবধানে হবে: বিএনপিকে প্রধান উপদেষ্টা ইউনূস<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> বিতরণে অনীহা ও চ্যালেঞ্জে সৌরবিদ্যুৎ প্রকল্পে বিলম্ব: উপদেষ্টা ফজলুল কবির খান ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে আইএফআরএস ৯-এর সঠিক বাস্তবায়নের আহ্বান আইসিএবি-এর<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> বেনী আমিন, এফসিসিএ ডিএসইতে নতুন জেনারেল ম্যানেজার ফিন্যান্স অ্যান্ড একাউন্টস হিসেবে যোগদান ঢাকা বিমানবন্দর কার্গো ভিলেজ আগুন: রপ্তানিকারকদের ১ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন ২৭ ঘণ্টা পর নিভল, কাঠামো ঝুঁকিপূর্ণ: এফএসসিডি

প্রাইমার্ক এর কান্ট্রি কন্ট্রোলার ফিলিপ্পো পোগি’র প্রতি বিজিএমইএ এর শ্রদ্ধাঞ্জলী

প্রাইমার্ক এর কান্ট্রি কন্ট্রোলার ফিলিপ্পো পোগি’র প্রতি বিজিএমইএ এর শ্রদ্ধাঞ্জলী

ঢাকা, ৪ জুন :বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) প্রাইমার্কের কান্ট্রি কন্ট্রোলার, ফিলিপ্পো পোগি’র মৃত্যুতে গভীর শোকভাবে শোকাহত। বিজিএমইএ তার রুহের মাগফেরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

উল্লেখ্য যে, প্রয়াত ফিলিপ্পো’র প্রতি শ্রদ্ধা জানাতে বিজিএমইএ এর উদ্যোগে ০৪ জুন ২০২৫ ফিলিপ্পো’র মরদেহ বিজিএমইএ দপ্তরে নিয়ে আসা হয়।

এ সময় প্রাইমার্কের বাংলাদেশি সরবরাহকারী, প্রয়াত পোগী’র পরিবারের সদস্য, বন্ধু, বিজিএমইএ সদস্য, প্রাইমার্ক কর্মকর্তাগন এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিজিএমইএ এর পক্ষ থেকে প্রয়াত ফিলিপ্পো’র মরদেহের উপর পুষ্পস্তবক অর্পন করেন প্রশাসক আনোয়ার হোসেন। ফিলিপ্পো’কে একজন চমৎকার মনের মানুষ হিসেবে অভিহিত করে আনোয়ার হোসেন বলেন, ফিলিপ্পো প্রাইমার্ক এবং বাংলাদেশের পোশাক শিল্পের মধ্যে সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

“ফিলিপ্পো ছিলেন একজন চমৎকার মানুষ, – সহৃদয়বান এবং প্রানবন্ত। আমার মনে পড়ছে, মাত্র এক মাস আগে বিজিএমইএ অফিসে আমাদের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিলো। বিশ্বাস করা কঠিন যে ফিলিপ্পো এখন আর আমাদের মাঝে নেই।”

তিনি আরও বলেন, “ফিলিপ্পো বাংলাদেশের পোশাক খাতের একজন প্রকৃত বন্ধু ছিলেন। তার সমর্থন এবং প্রচেষ্টা, প্রাইমার্ক এবং আমাদের শিল্পের মধ্যে একটি শক্তিশালী এবং স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করেছে। তার অবদান সত্যিকার অর্থেই শিল্পে পরিবর্তন এনেছে এবং তা কখনো ভোলা যাবে না।”

বিজিএমইএ এর প্রেসিডেন্ট-ইলেক্ট মাহমুদ হাসান খান (বাবু) বলেন, “ফিলিপ্পোর মৃত্যুতে আমরা বাংলাদেশের পোশাক শিল্পের একজন প্রকৃত বন্ধুকে হারালাম। তিনি আমাদের চ্যালেঞ্জগুলো বুঝতেন, আমাদের সম্ভাবনার উপর আস্থা রাখতেন এবং শিল্পে সহযোগিতা জোরদার করার জন্য অক্লান্ত পরিশ্রম করতেন। তার অনুপস্থিতি সমগ্র শিল্পে গভীরভাবে অনুভূত হবে।”

ফিলিপ্পো পোগি’র স্ত্রী মিসেস ফে বিজিএমইএ এবং সমগ্র পোশাক পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “ফিলিপ্পোর প্রতি সকলের অগাধ ভালোবাসা দেখে আমি অভিভূত। এটি বাংলাদেশের তৈরি পোশাক খাতে যাদের সাথে তিনি কাজ করেছেন, তাদের সাথে তার দৃঢ় সম্পর্কের কথাই বলে।”

আনোয়ার হোসেন বিজিএমইএ এবং পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে ফিলিপ্পো পোগি’র স্ত্রী মিসেস ফে’র কাছে একটি শোকপত্র হস্তান্তর করেন।

ফিলিপ্পো পোগি’র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিজিএমইএ প্রাঙ্গণে একটি চারা রোপণ করা হয়।