বাংলাদেশের পারভীন মাহমুদ এফসিএ ২০২৫ সালের সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্ট্যান্টস (SAFA)-র লাইফটাইম উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেছেন। তিনি ১৬ সেপ্টেম্বর ২০২৫ শ্রীলঙ্কার সিটি অব ড্রিমসে আয়োজিত সাফা (SAFA) ওমেন লিডারশীপ এওয়ার্ড অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন।
পারভীন মাহমুদ তার ক্যারিয়ারে শুরু করেন ব্র্যাক ও পরবর্তীতে পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং গ্রামীণ টেলিকম ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ছিলেন । তিনি একনাবিন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম এর পার্টনার ছিলেন। তার নেতৃত্বে নারী ক্ষমতায়ন, সামাজিক উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বিষয়ে দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল-এর প্রগ্রেসিভ মেলভিন জোন্স ফেলো।

পারভীন মাহমুদ বাংলাদেশের দ্যা ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (আইসিএবি) এর প্রথম নারী প্রেসিডেন্ট ও সাফা -এর প্রথম নারী বোর্ড সদস্য হিসেবে নেতৃত্ব দিয়েছেন। তিনি বর্তমানে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’, ’মাইডাস, হার স্টোরি ফাউন্ডেশন’ এবং ’শাশা ডেনিমস পিএলসি’ এর চেয়ারপারসন। পূর্বে তিনি ইউসেপ বাংলাদেশ ও অ্যাসিড সারভাইভার্স ফাউন্ডেশন-এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন, এর মধ্যে টপ ৫০ প্রফেশনাল অ্যান্ড কেরিয়ার উইমেন অ্যাওয়ার্ড ২০২৩ অন্যতম। সাফা (SAFA) ওমেন লিডারশীপ এওয়ার্ড অনুষ্ঠানটি কস্ট ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস শ্রীলংকা সিলভার জুবলি উপলক্ষে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট একাউন্টিং কনফারেন্স ২০২৫-এ অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি