নিজস্ব প্রতিবেদক, ঢাকা : দেশের সংকটগ্রস্ত পাঁচটি শরিয়াহ-ভিত্তিক ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ নামে একটি একক ব্যাংক গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংককে অধিগ্রহণ করবে এই নবগঠিত ব্যাংকটি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এই একীভূতকরণ প্রক্রিয়ার বিস্তারিত স্কিম বা নীতিমালা প্রকাশ করেছে, যেখানে ব্যাংকটির মূলধন কাঠামো এবং আমানতকারীদের অর্থ ফেরতের পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
মূলধন কাঠামো ও শেয়ারে রূপান্তর নীতিমালা অনুযায়ী, নতুন ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এই মূলধনকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে:
- ‘ক’ শ্রেণির শেয়ারহোল্ডার: সরকার মূলধন বাবদ ২০ হাজার কোটি টাকা প্রদান করেছে, যা তাকে প্রধান শেয়ারহোল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
- ‘খ’ শ্রেণির শেয়ারহোল্ডার: একীভূত হওয়া পাঁচ ব্যাংকের প্রাতিষ্ঠানিক আমানতকারী (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান) সমূহের স্থায়ী আমানত থেকে ৭,৫০০ কোটি টাকা শেয়ারে রূপান্তরিত হবে।
- ‘গ’ শ্রেণির শেয়ারহোল্ডার: অন্যান্য অ-ব্যাংক প্রাতিষ্ঠানিক আমানতকারীদের স্থায়ী আমানত থেকে আরও ৭,৫০০ কোটি টাকা শেয়ারে রূপান্তরিত হবে।

তবে শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড, যৌথ উদ্যোগের কোম্পানি (Joint Venture), বহুজাতিক কোম্পানি এবং বিদেশি দূতাবাসগুলোর আমানত এই বাধ্যতামূলক শেয়ার রূপান্তরের আওতামুক্ত থাকবে।
আমানতকারীদের সুরক্ষা ও অর্থ উত্তোলন সাধারণ আমানতকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে:
- পূর্ণ সুরক্ষা: ২ লাখ টাকা পর্যন্ত আমানতকারী গ্রাহকদের অর্থ ‘আমানত সুরক্ষা আইন’-এর আওতায় সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং যেকোনো সময় উত্তোলন করা যাবে।
- কিস্তিতে উত্তোলন: যাদের আমানত ২ লাখ টাকার বেশি, তাদের ক্ষেত্রে চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে অর্থ উত্তোলনের জন্য ২৪ মাস পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে, যা কিস্তিতে উত্তোলন করা যাবে।
- মানবিক বিবেচনা: ক্যানসার ও কিডনি ডায়ালাইসিসের মতো গুরুতর রোগে আক্রান্ত আমানতকারীদের জন্য মানবিক বিবেচনায় বিশেষ সুবিধা রাখা হয়েছে। তারা চিকিৎসার প্রয়োজনে নির্ধারিত সীমার বাইরেও অর্থ উত্তোলন করতে পারবেন।
প্রজ্ঞাপন জারির পাশাপাশি বাংলাদেশ ব্যাংক এদিন নবগঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর লোগো উন্মোচন করেছে। দেশের ইসলামী ব্যাংকিং খাতকে স্থিতিশীল করতে এটি নিয়ন্ত্রক সংস্থার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।