রবিবার ১২ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা লোকসানে ডেসকো: দুই বছরে ৬৩০ কোটি টাকা ক্ষতি, ফের লভ্যাংশ বঞ্চিত বিনিয়োগকারীরা ডিসেম্বরের মধ্যে বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে তিন বন্দর টার্মিনাল: নৌ সচিব ট্রাম্পের এক ঘোষণায় ২ ট্রিলিয়ন ডলার বাজারমূলধন উধাও: যুক্তরাষ্ট্র পুঁজিবাজারে বড় পতন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক দূতের বৈঠক মিরসরাই ইকোনমিক জোনসহ সব অর্থনৈতিক অঞ্চলে ট্রেন যোগাযোগ স্থাপনের উদ্যোগ জেপি মরগ্যান সিইও’র সতর্কবার্তা: ৬ মাস থেকে ২ বছরের মধ্যে মার্কিন শেয়ারবাজারে বড় ধস নামতে পারে বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে আরো ২০৮ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক সূদের হার কমানো ও রপ্তানি সহায়তা তহবিল বৃদ্ধির তাগিদ: গভর্নরের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এফবিসিসিআই‘র ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক

পাঁচ ইসলামী ব্যাংকের জন্য প্রশাসক প্রস্তাব করল বাংলাদেশ ব্যাংক

ঢাকা: একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংকের জন্য প্রশাসক নিয়োগে পাঁচজনের নাম প্রস্তাব করেছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, রোববার এ প্রস্তাবিত নামগুলো চূড়ান্ত করা হয়। প্রস্তাবিত তালিকা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শওকত উল্লাহ আলমকে এক্সিম ব্যাংকের প্রশাসক হিসেবে মনোনীত করা হয়েছে। আরেক নির্বাহী পরিচালক মোহাম্মদ বদি উল আলম দিদারকে সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া তিনজন পরিচালককে তিনটি ব্যাংকের প্রশাসক হিসেবে প্রস্তাব করা হয়েছে। তারা হলেন—প্রথম নিরাপদ ইসলামী ব্যাংকের (এফএসআইবিএল) জন্য মো. সালাহউদ্দিন, ইউনিয়ন ব্যাংকের জন্য মোহাম্মদ আবুল হাশেম এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের জন্য মাকসুদুল আলম।

আমানতকারীদের অর্থ সুরক্ষিত রাখতে প্রশাসক নিয়োগ ও সম্ভাব্য একীভূতকরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য, ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে গত সরকারের সময় থেকেই আর্থিক সংকটে পড়েছিল এ পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংক। পরিস্থিতি অবনতির পাশাপাশি জনঅসন্তোষ বাড়তে থাকায় গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ সভায় প্রশাসক নিয়োগ ও সম্ভাব্য একীভূতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়।