সোমবার ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে যাবে ‘হ্যাঁ’ লিফলেট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মো. কাওসার আলম জলবায়ু পরিবর্তন ও ট্রাম্প: গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি বনাম বাস্তবতা গ্রিনল্যান্ড কিনতে ইউরোপীয় দেশগুলোর ওপর ট্রাম্পের ১০% শুল্ক আরোপের ঘোষণা লগারহেড কচ্ছপ ‘গুমুশ’-এর বিস্ময়কর যাত্রা: সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধিই কি কারণ?

নির্বাচনী তহবিল সংগ্রহে ডা. তাসনিম জারার চমক: ১৪ ঘণ্টায় জমা পড়ল সাড়ে ২৩ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা — ঢাকা-৯ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার নির্বাচনী তহবিলে ব্যাপক সাড়া মিলেছে। সোমবার প্রচারণা শুরুর পর মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে তার তহবিলে জমা পড়েছে ২৩ লাখ ৬৮ হাজার টাকা।

গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ডা. তাসনিম জারা নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

অর্ধেক লক্ষ্যমাত্রা পূরণ: তাসনিম জারা জানান, তাদের নির্বাচনী ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। অনুদান শুরুর মাত্র ১৪ ঘণ্টার মধ্যেই লক্ষ্যমাত্রার অর্ধেকেরও বেশি অর্থ সংগৃহীত হয়েছে। এই অভূতপূর্ব সাড়ায় তিনি দাতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আর্থিক স্বচ্ছতার অঙ্গীকার: তহবিল সংগ্রহের শুরু থেকেই স্বচ্ছতার ওপর বিশেষ জোর দিচ্ছেন এই প্রার্থী। তিনি ফেসবুক পোস্টে ব্যাংক স্টেটমেন্টের স্ক্রিনশট শেয়ার করে লিখেন, “আপনাদের আগেই বলেছি আমরা স্বচ্ছভাবে টাকা উত্তোলন ও খরচ করব। এই অ্যাকাউন্টগুলো শূন্য থেকে শুরু হয়েছে। আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে আপনাদের সম্পূর্ণ হিসাব দেওয়া হবে।”

বিকাশ লিমিট শেষ, অনুদান এখন ব্যাংকে: বিপুল সংখ্যক মানুষ ছোট ছোট অংকের অনুদান পাঠানোয় তাঁর ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টের লেনদেনের সীমা (লিমিট) শেষ হয়ে গেছে। ফলে বিকল্প হিসেবে তিনি এখন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান পাঠানোর জন্য সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এর আগে সোমবার কার্যক্রম শুরুর মাত্র ৭ ঘণ্টার মাথায় ১২ লাখ টাকা জমা হওয়ার তথ্য জানিয়েছিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণ প্রজন্মের এই প্রার্থীর স্বচ্ছতা এবং আধুনিক প্রচার কৌশল সাধারণ ভোটার ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।