রবিবার ২৭ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:
নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য ট্রেড লাইসেন্স এবং অর্থায়নের সুযোগ নারীবান্ধব হওয়া প্রয়োজন, এক সেমিনারে বক্তারা বর্ণিল আয়োজনে যুক্তরাষ্ট্রের ফোর্ট কলিন্সে বর্ষবরণ উদযাপন করলেন বাংলাদেশীরা ৩০ বছর পিছিয়ে বাংলাদেশ চামড়া খাত: চামড়া দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন বিদ্যুৎ কেন্দ্র পরিচালনাকারীদের সাথে বিদ্যুৎ হার পুনর্বিবেচনার চেষ্টা করছে সরকার: জ্বালানি উপদেষ্টা বিজিএমইএ নির্বাচনে দুই প্যানেলের মনোনয়নপত্র জমা আবদুল মান্নান সেন্ট্রাল শরীয়াহ বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত গোলাম মঈন উদ্দিন অ্যাপেক্স ফুটওয়্যারের নতুন চেয়ারম্যান নির্বাচিত কাতারের প্রবাসীরা সংস্কার চান, অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে’ উদযাপন

নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য ট্রেড লাইসেন্স এবং অর্থায়নের সুযোগ নারীবান্ধব হওয়া প্রয়োজন, এক সেমিনারে বক্তারা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

ঢাকা, ২৭ এপ্রিল: এক সেমিনারে বক্তারা বলেছেন যে কর্মক্ষেত্রে নারীর অংশের দিক থেকে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে, তবে তাদের আর্থিক ক্ষমতায়ন বৃদ্ধি করা প্রয়োজন।

তারা বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতকে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা প্রয়োজন, তবে ট্রেড লাইসেন্স এবং অর্থায়নের সুযোগ আরও সরলীকৃত এবং নারী-বান্ধব হওয়া উচিত।রবিবার বারিধারা কূটনৈতিক এলাকার একটি হোটেলে আয়োজিত ‘অধিকার, সমতা ও কর্মসংস্থান: বাংলাদেশে নারীর অগ্রগতি’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখার সময় তারা এই মন্তব্য করেন।

জাপান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশে জাপান দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন তাকাহাশি নাওকি প্রধান অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. সায়েমা হক বিদিশা এবং ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্যানেল আলোচনায় জেটিআই-এর কর্পোরেট ও মিডিয়া রিলেশনস লিড কাজী রুবায়া ইসলাম, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (অর্থ) উজমা চৌধুরী, সিপিএ এবং মিৎসুবিশি কর্পোরেশন, ঢাকা-এর সহকারী ব্যবস্থাপক আমিনাতা বিএ অংশগ্রহণ করেন। জেবিসিসিআই-এর নির্বাহী পরিচালক তাহেরা আহসান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

ঢাকায় জাপান দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন তাকাহাশি নাওকি বলেন, নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়নে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

“জাপান বিশ্বাস করে যে একটি দেশের অগ্রগতির জন্য নারীর ক্ষমতায়ন এবং কর্মসংস্থানের সুযোগ অত্যন্ত অপরিহার্য,” তিনি বলেন।

তিনি বলেন, বাংলাদেশের সাথে জাপান রোহিঙ্গাদের এবং তাদের কল্যাণের জন্য কাজ করছে।

তিনি উল্লেখ করেন যে বাংলাদেশে জাপানি বিনিয়োগ ভালো অবস্থানে রয়েছে এবং জেবিসিসিআই এই ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করছে।

সায়েমা হক বিদিশা বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রায় ৫০ শতাংশ নারী।কৃষি খাতে কিছু কিছু ক্ষেত্রে প্রায় ৭০ শতাংশ কর্মচারী নারী। তবে নারী কর্মীদের মান উন্নত করা প্রয়োজন, তিনি বলেন।

উজমা চৌধুরী বলেন, প্রাণ-আরএফএল নারীদের জন্য নিরাপত্তা, নিরাপত্তা এবং মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করছে। অনেক ক্ষেত্রেই নারীদের কর্মক্ষমতা পুরুষ কর্মীদের তুলনায় এগিয়ে।

মাতৃত্বকালীন ছুটি এবং ডে-কেয়ার সুবিধা নারী কর্মীদের কোম্পানির সেবায় নিষ্ঠা নিশ্চিত করেছে, তিনি বলেন।জাপান ও বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন