নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
ইট-পাথরের ধূসর নগরে এক টুকরো সতেজতা নিয়ে এসেছে ‘চতুর্থ নগর কৃষি মেলা’। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চবিদ্যালয় মাঠে গত রোববার থেকে শুরু হওয়া এই ব্যতিক্রমধর্মী আয়োজনে এখন বৃক্ষপ্রেমীদের উপচে পড়া ভিড়। নগর কৃষি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মেলায় ৬৫টি স্টলে ঠাঁই পেয়েছে এক হাজারের বেশি প্রজাতির গাছ। আগামী বৃহস্পতিবার (আগামীকাল) পর্দা নামছে পাঁচ দিনব্যাপী এই সবুজ উৎসবের।
মেলা মাতানো বাগানবিলাস
এবারের মেলার প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে বাহারি রঙের বাগানবিলাস বা বোগেনভিলিয়া। ১০০ টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা মূল্যের বাগানবিলাস পাওয়া যাচ্ছে স্টলগুলোতে। ‘নগর কৃষি নার্সারি’ একাই নিয়ে এসেছে ১৫০ ধরনের বাগানবিলাস। এর মধ্যে পিংক প্যাচ, গোল্ডেন সানশাইন, সিলভার লিফ ডিলাইটের মতো দুর্লভ জাতগুলো নজর কাড়ছে ক্রেতাদের। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রিফাত কাউসার জানান, সাধারণ জাতের বাগানবিলাস মিলছে ১০০ থেকে ২০০ টাকার মধ্যেই।

মরুর সাকুলেন্ট এখন ড্রয়িংরুমে
মেলায় অর্কিড, ক্যাকটাস এবং সাকুলেন্টের বড় সংগ্রহ নিয়ে এসেছে ‘রাঙ্গোলি’। প্রতিষ্ঠানটির স্টলে রয়েছে ফায়ার স্ট্রম, শাপলা, পারপল ডিলাইটের মতো দুই শর বেশি প্রজাতির সাকুলেন্ট। রাঙ্গোলির স্বত্বাধিকারী ইয়াসমিন খান বলেন, “মরুভূমির এই গাছগুলোর পাতায় পানি জমে থাকে বলে খুব একটা যত্নের প্রয়োজন হয় না। তাই ইনডোর প্ল্যান্ট হিসেবে এর চাহিদা এখন তুঙ্গে।” এসব সাকুলেন্টের দাম আট হাজার টাকা পর্যন্ত।

বিস্ময় জাগানিয়া টেরারিয়াম ও বনসাই
মেলার অন্যতম বিশেষ আকর্ষণ হলো ‘টেরারিয়াম’—কাঁচের পাত্রের ভেতর গড়ে তোলা এক ক্ষুদ্র জগত। পাথর, মস ও ছোট গাছের সমন্বয়ে তৈরি এই স্বয়ংসম্পূর্ণ বাস্তুতন্ত্র দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। ‘গার্ডেন গ্রিন’ নামের প্রতিষ্ঠানটি ৮০০ থেকে ৫ হাজার টাকায় এসব টেরারিয়াম বিক্রি করছে। পাশাপাশি ২ হাজার থেকে ৫০ হাজার টাকা মূল্যের ফাইকাস ও প্রেমনা বনসাই নিয়ে হাজির হয়েছে ‘প্রজন্ম বনসাই অ্যান্ড আর্ট একাডেমি’।

বৈচিত্র্যময় ফুলের ডালি
ফয়সাল নার্সারির স্টলে মিলছে বিদেশি ট্রপিক্যাল ক্লেমাটিস, বারমাসি ক্যামেলিয়া এবং প্রায় ২০ ধরনের গোলাপ। মেন্টা গোলাপ, ডাবল ডিলাইট বা টপ সিক্রেটের মতো চমৎকার সব গোলাপ পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ৫ হাজার টাকায়। এ ছাড়া এয়ার প্ল্যান্ট, অ্যান্থুরিয়াম এবং বিভিন্ন প্রজাতির অর্কিডের দেখা মিলছে মেলাজুড়ে।

নগর কৃষি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা জানান, গত বছর মেলায় প্রায় ৬০ লাখ টাকার গাছ বিক্রি হয়েছিল, এবারও ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে। প্রিয় শহরকে সবুজে সাজাতে যারা এখনো মেলায় যাননি, তাদের জন্য শেষ সুযোগ থাকছে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত।
এক নজরে মেলা:
স্থান: রাজধানী উচ্চবিদ্যালয় মাঠ, মানিক মিয়া অ্যাভিনিউ।
সময়: সকাল ১০টা – রাত ৮:৩০টা।
শেষ দিন: ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার।
বিশেষ আকর্ষণ: বাগানবিলাস, সাকুলেন্ট, টেরারিয়াম ও বনসাই।