রবিবার ১২ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
ট্রাম্পের এক ঘোষণায় ২ ট্রিলিয়ন ডলার বাজারমূলধন উধাও: যুক্তরাষ্ট্র পুঁজিবাজারে বড় পতন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক দূতের বৈঠক মিরসরাই ইকোনমিক জোনসহ সব অর্থনৈতিক অঞ্চলে ট্রেন যোগাযোগ স্থাপনের উদ্যোগ জেপি মরগ্যান সিইও’র সতর্কবার্তা: ৬ মাস থেকে ২ বছরের মধ্যে মার্কিন শেয়ারবাজারে বড় ধস নামতে পারে বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে আরো ২০৮ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক সূদের হার কমানো ও রপ্তানি সহায়তা তহবিল বৃদ্ধির তাগিদ: গভর্নরের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এফবিসিসিআই‘র ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক ইসলামী ব্যাংকের ‘দখল করা শেয়ার’ প্রকৃত মালিকদের কাছে ফেরতের দাবি জানিয়ে ব্যবসায়ীদের আল্টিমেটাম সরকারি প্রাথমিক শিক্ষকদের জন্য সুসংবাদ: ৬৫ হাজার প্রধান শিক্ষকেরা পাচ্ছেন ১০ম গ্রেড

দুর্গাপূজা: বুধবার থেকে টানা ৪ দিনের জন্য বন্ধ ব্যাংক ও পুঁজিবাজার

ঢাকা: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল (বুধবার) থেকে টানা চার দিনের জন্য বন্ধ থাকবে বাংলাদেশের ব্যাংকিং খাত ও দেশের পুঁজিবাজার।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ‘দুর্গাপূজা’ উদযাপনের জন্য ব্যাংক, সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান এবং স্টক এক্সচেঞ্জগুলোতে এই ছুটি কার্যকর হবে।

টানা চার দিনের এই ছুটি মূলত সরকারি নির্বাহী আদেশ ও সাপ্তাহিক ছুটির সমন্বয়ে গঠিত।

ছুটির সময়সূচি:

  • ১ অক্টোবর, বুধবার: সরকারি নির্বাহী আদেশে সাধারণ ছুটি।
  • ২ অক্টোবর, বৃহস্পতিবার: বিজয়া দশমীর জন্য সরকারি ছুটি (দুর্গাপূজার শেষ দিন)।
  • ৩ অক্টোবর, শুক্রবার: সাপ্তাহিক ছুটি।
  • ৪ অক্টোবর, শনিবার: সাপ্তাহিক ছুটি।

এই সময়কালে ব্যাংকিং, পুঁজিবাজার এবং আর্থিক খাতের সকল কার্যক্রম স্থগিত থাকবে।

তবে, গ্রাহকদের সুবিধার্থে এটিএম (ATM), সিআরএম (Cash Recycler Machines) এবং মোবাইল ব্যাংকিং সহ প্রয়োজনীয় স্বয়ংক্রিয় (Automated) পরিষেবাগুলো চালু থাকবে।

এদিকে, ইসলামী ব্যাংক মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে সরকারি ছুটি উপলক্ষে তাদের শাখা, উপ-শাখা এবং এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো ১ ও ২ অক্টোবর বন্ধ থাকবে। তবে ব্যাংকটি নিশ্চিত করেছে যে তাদের ডিজিটাল পরিষেবা—যেমন এটিএম/সিআরএম, সেলফিন, এম-ক্যাশ এবং আই-ব্যাংকিং—স্বাভাবিকভাবে চালু থাকবে।

ব্যাংকিং কার্যক্রম আগামী ৫ অক্টোবর, রবিবার থেকে পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। একই দিন সকাল ১০টা থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনও স্বাভাবিক হবে।