বুধবার ১৬ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:
বিনিয়োগ ও শিল্পে সুষম প্রতিযোগিতা নিশ্চিতে সামঞ্জস্যপূর্ণ জ্বালানীর দর নির্ধারণের আহবান জানিয়েছে বিদেশী বিনিয়োগকারীরা ঢাবিতে ষষ্ঠ বাংলাদেশ ইকনোমিকস সামিট শুরু তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও শিশুদের নিকট তামাক বিক্রয় নিষিদ্ধে প্রচারণা শুরু ঢাকায় হাবিব ব্যাংকের প্রেসিডেন্ট মুহাম্মদ নাসির সেলিম বাংলা নববর্ষ ১৪৩২, পহেলা বৈশাখ উদযাপনের জন্য প্রস্তুত জাতি বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬.৩৮ বিলিয়ন ডলার ঢাবি’র বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সকাল ৯টায় শুরু অর্থায়নের ঝুঁকি-ভিত্তিক তত্ত্বাবধানে ব্যাংক কর্মকর্তাদের কঠোর হতে হবে: গভর্নর ‘বৈসাবি’উৎসব বাঙালী পাহাড়িদের মধ্যে কিভাবে এলো?

ড. আতিউর লন্ডনের SOAS বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

ড. আতিউর লন্ডনের SOAS বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন

তিনি জলবায়ু পরিবর্তন  জনিত পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন

ঢাকা,  সেপ্টেম্বর ১৫: লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (এসওএএস) বিশ্ববিদ্যালয় সম্প্রতি আন্তর্জাতিকভাবে খ্যাতিমান অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমানকে ‘সম্মানসূচক ডক্টরেট’ প্রদান করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ধুর বাড়ি, ইস্টন রোড, লন্ডনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, যেখানে লন্ডনের এসওএএস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট জয়নাব বাদাভি আনুষ্ঠানিকভাবে ডক্টর রহমানের কাছে সার্টিফিকেট তুলে দেন।

স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লর্ড মাইকেল হেস্টিংস, সিবিই। ইউনিভার্সিটি থেকে সদ্য স্নাতক হওয়া ছাত্রদের সাথে, ডঃ সাতোশি মিয়ামুরা (অর্থনীতি) এবং ডঃ ইয়ানিস ডাফারমোস (অর্থনীতিতে পাঠক) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একজন অর্থনীতিবিদ হিসেবে দারিদ্র্য বিমোচনে অবদানের জন্য এবং থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা উন্নয়ন শামান্নয়ের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন হিসেবে গত মে মাসে ড. রহমানকে সম্মানসূচক ডিগ্রির জন্য বিশ্ববিদ্যালয় মনোনীত ঘোষণা করে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালনকালে আর্থিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু বান্ধব অর্থায়নকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ডক্টর রহমানের ভূমিকাকে বিশ্ববিদ্যালয় বিশেষভাবে বিবেচনা করে।

ডক্টর রহমানই প্রথম বাংলাদেশের নাগরিক যিনি এই পুরস্কার পেয়েছেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন লন্ডনের এসওএএস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর- প্রফেসর আদম হাবিব।

পুরস্কার প্রাপ্তির পর তার বক্তব্যে ড. আতিউর রহমান জলবায়ু বান্ধব আর্থিক সেবা সম্প্রসারণের জন্য কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে তার ইচ্ছুকতা পুনর্ব্যক্ত করেন। পরে, তিনি এসওএএস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ব্রুনাই হাউসে “সেন্ট্রাল ব্যাংকিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ: দ্য বাংলাদেশ কেস” শীর্ষক একটি বিশেষ পাবলিক লেকচার দেন।

ইউনিভার্সিটির ছাত্র, শিক্ষক এবং গবেষকরা এই ইভেন্টে অংশগ্রহণ করেন যা পরিচালনা করেন ড. ইয়ানিস ডাফারমোস।

এই মূল প্রেজেন্টেশনে ডক্টর রহমান সবুজ ও টেকসই অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশের অর্জন ও চ্যালেঞ্জের চিত্র তুলে ধরে বর্তমান প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংকের জলবায়ু-বান্ধব ভূমিকা এবং মুদ্রানীতির গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন