ঢাকা, ২৫ আগস্ট : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ বলেছেন, বাংলাদেশের শিক্ষার উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক কেবল দীর্ঘদিনেরই নয়, এটি আস্থা, পারস্পরিক সম্মান ও সহযোগিতার উপর প্রতিষ্ঠিত।
তিনি আজ সোমবার দুপুরে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ঢাকাস্থ চীনীয় দূতাবাস ও অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চায়না অ্যালামনাই (ABCA) আয়োজিত চীন সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রফেসর ফায়েজ বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন, বিশেষ করে শিক্ষা খাতে নিরলসভাবে সমর্থন দিয়ে আসছে, যা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চীনের অব্যাহত সহযোগিতা ও বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও মানবসম্পদ উন্নয়নে অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।
তিনি দৃঢ়ভাবে বিশ্বাস প্রকাশ করেন যে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে এবং শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হবে, যা দুই দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনবে।
অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চায়না অ্যালামনাই (ABCA) এর সাধারণ সম্পাদক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর মি. লি সাওপিং।
অনুষ্ঠানে এই বছর সফলভাবে ইংলিশ চ্যানেল পার হওয়া নাজমুল হক হিমেলকে সংবর্ধনা জানানো হয়। তাকে একটি ক্রেস্ট ও অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ABCA-র সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. রাকিবুল হক, যুগ্ম সম্পাদক ও লাইফ লং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. কাউছার স্বপন, যুগ্ম সম্পাদক ও উহান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মারুফ হাসান, সমাজসেবা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএলের চাইনিজ বিভাগের শিক্ষক জান্নাতুন নাহার এবং চীনা দূতাবাসের কালচারাল এটাশে মি. নিলম্বর।