সোমবার ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে যাবে ‘হ্যাঁ’ লিফলেট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মো. কাওসার আলম জলবায়ু পরিবর্তন ও ট্রাম্প: গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি বনাম বাস্তবতা গ্রিনল্যান্ড কিনতে ইউরোপীয় দেশগুলোর ওপর ট্রাম্পের ১০% শুল্ক আরোপের ঘোষণা লগারহেড কচ্ছপ ‘গুমুশ’-এর বিস্ময়কর যাত্রা: সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধিই কি কারণ?

কিশোরগঞ্জ ফোরাম, ঢাকার উদ্যোগে কৃতি সন্তানদের সম্মানে গুণীজন সংবর্ধনা

ঢাকা, মে১৮: রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এ কিশোরগঞ্জ ফোরাম, ঢাকা কিশোরগঞ্জ জেলার কৃতি সন্তানদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে গতকাল (১৭ মে)  শনিবার ।

সংবর্ধনা অনুষ্ঠানে, কিশোরগঞ্জের কৃতি সন্তান হিসেবে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান খান, মেজর জেনারেল এহতেশাম উল হক এনডিসি, পিএসসি (অব.), কার্ডিওলজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ কর্নেল (অব.) অধ্যাপক ডা. জেহাদ খান, চক্ষু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান শাহীন, সাবেক অতিরিক্ত সচিব ড. মো. গোলাম মোস্তফা এবং কিশোরগঞ্জ ফোরাম, ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আবদুল্লাহকে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

কিশোরগঞ্জ ফোরামের সভাপতি ড. এম আব্দুল আজিজ এই গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক সংবর্ধিত হওয়ার পরে বলেন, ‘অর্থ উপার্জনই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়, বরং জাতি গঠন বা সমাজের প্রতি দায়বোধ একজন মানুষকে মহীয়ান করে তোলে। সেই ক্ষেত্রে কিশোরগঞ্জ ফোরামের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য’।

উল্লেখ্য, কিশোরগঞ্জ ফোরাম, ঢাকা, রাজধানীতে বসবাসরত কিশোরগঞ্জ জেলার পেশাজীবীদের একটি সংগঠন, যা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল কর্মকাণ্ডের মাধ্যমে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে ।

গুণীজন সংবর্ধনার আগে, একই দিনে কিশোরগঞ্জ ফোরাম, ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী সভাপতি কর্নেল (অব.) অধ্যাপক ডা. জেহাদ খান উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়, যেখানে ড. এম আব্দুল আজিজ সভাপতি এবং আবদুল কাদির জুয়েল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়াও, ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. ফরিদ আহমেদ সোবহানী এবং ড. আশরাফ উদ্দিন আহমেদ সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। ফায়জুল হক উজ্জ্বল, অ্যাডভোকেট রোকন রেজা শেখ ও আবদুল্লাহ শরীফ সহসভাপতি এবং ড. মাসুদুর রহমান, মোহাম্মদ আসাদুজ্জামান এবং এএফএম ওবায়দুল্লাহ তারেক যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ডা. নূর উদ্দিন তালুকদার, ড. মুমতাহিনা, শারমিন সুলতানা, মো. জিয়া উদ্দিন এবং মাওলানা ওমর ফারুক কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হন।