শুক্রবার ২২ আগস্ট, ২০২৫
সর্বশেষ:
রোহিঙ্গা সমস্যাকে আন্তর্জাতিক ফোরামে ফিরিয়ে আনার জন্য সরকার প্রচেষ্টা জোরদার করছে<gwmw style="display:none;"></gwmw> জীবাশ্ম জ্বালানি নির্ভর প্রকল্প, বাংলাদেশের অর্থনৈতিক দুর্দশা আরও বাড়িয়ে তুলবে অতীতের বিতর্কের পরেও ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদানের কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক আগস্টের ২০ দিনে প্রবাসীরা ১.৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে চীনের কুনমিং বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে অর্থ মন্ত্রণালয়ের কমিটি গঠন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের সঙ্গে বিজিএমইএ সভাপতির বৈঠকঃ পোশাক শিল্পে গ্যাস সংকট নিরসনের অনুরোধ রাজস্ব আহরণে বিকল্প উৎস হিসেবে পুঁজিবাজারকে গুরুত্ব দেওয়া উচিত: গভর্নর ড. আহসান এইচ মনসুর ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি ১৭.৯ শতাংশ বেড়েছে, প্রধান প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলেছে

এফবিসিসিআই এবং ভুটানের ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে সভা :ফল, সবজি, মসলাসহ কৃষিপণ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা

২৩ এপ্রিল: ঢাকা: ফল, সবজি, মসলাসহ বেশকিছু কৃষিপণ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা দেখছেন বাংলাদেশ ও ভুটানের ব্যবসায়ীরা। এক্ষেত্রে উভয় দেশের মধ্যে অংশীদারিত্ব এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।

বুধবার (২৩ এপ্রিল, ২০২৫) মতিঝিল কার্যালয়ে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ভুটানের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে সভা অনুষ্ঠিত হয়। এ সময়, বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের অনাবিষ্কৃত খাতসমূহ নিয়ে আলোচনা করেন উভয় দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

ভুটানের ব্যবসায়ী প্রতিনিধি দলে নেতৃত্ব দেন রেজিওনাল এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কো-অপারেটিভ অফিস (RAMCO) -এর রেজিওনাল ডিরেক্টর মি. দাওয়া ডাকপা। এ সময় এফবিসিসিআই’র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মোঃ জাফর ইকবাল এনডিসি এবং ঢাকায় অবস্থিত ভুটান দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর (বাণিজ্য) মি. দাওয়া শেরিং উপস্থিত ছিলেন।

সভায় পারস্পরিক বাজার সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশ এবং ভুটানের মধ্যে আমদানি-রপ্তানি প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানান দু’দেশের ব্যবসায়ীবৃন্দ। পাশাপাশি, সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন এবং বন্দর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সাবেক পরিচালক হাজী মোঃ এনায়েতউল্লাহ, ফেরদৌসী বেগম, বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ.এম. আমিরুল ইসলাম ভূইয়াঁ, এফবিসিসিআই’র সাধারণ পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন, শেখ আল মামুন এবং অন্যান্যরা।