বুধবার ২৩ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:
বাংলাদেশের মাদ্রাসাগুলিতে প্রযুক্তি শিক্ষার জন্য কাতার চ্যারিটির সহায়তা চান অধ্যাপক ইউনূস গ্রামীণফোনের ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ১৭০ শতাংস নগদ লভ্যাংশ অনুমোদিত রাজস্ব ব্যবস্থাপনার অটোমেশন : নতুন প্রকল্প গ্রহণে দেশজ প্রযুক্তি সক্ষমতা ওপর সর্বোচ্চ প্রাধান্যের আহ্বান টিআইবির এফবিসিসিআই এবং ভুটানের ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে সভা :ফল, সবজি, মসলাসহ কৃষিপণ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা বিশেষজ্ঞদের উদ্বেগ সত্ত্বেও ডিএপি সংশোধনের আহ্বান জানিয়েছে রিহ্যাব শান্তি, স্থিতিশীলতা অর্থবহ ও টেকসই উন্নয়নের চাবিকাঠি: অধ্যাপক ইউনূস সোনার দাম আবারো বাড়লো: বাজুস ১৯ বার বেড়েছে এবং ৬ বার কমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখতে চায় ‘টিকা’ এপ্রিলের ২১ দিনে বাংলাদেশ ১.৯৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে, ঈদের আমেজ এখনও রয়ে গেছে

এফবিসিসিআই এবং ভুটানের ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে সভা :ফল, সবজি, মসলাসহ কৃষিপণ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

২৩ এপ্রিল: ঢাকা: ফল, সবজি, মসলাসহ বেশকিছু কৃষিপণ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা দেখছেন বাংলাদেশ ও ভুটানের ব্যবসায়ীরা। এক্ষেত্রে উভয় দেশের মধ্যে অংশীদারিত্ব এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।

বুধবার (২৩ এপ্রিল, ২০২৫) মতিঝিল কার্যালয়ে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ভুটানের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে সভা অনুষ্ঠিত হয়। এ সময়, বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের অনাবিষ্কৃত খাতসমূহ নিয়ে আলোচনা করেন উভয় দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

ভুটানের ব্যবসায়ী প্রতিনিধি দলে নেতৃত্ব দেন রেজিওনাল এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কো-অপারেটিভ অফিস (RAMCO) -এর রেজিওনাল ডিরেক্টর মি. দাওয়া ডাকপা। এ সময় এফবিসিসিআই’র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মোঃ জাফর ইকবাল এনডিসি এবং ঢাকায় অবস্থিত ভুটান দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর (বাণিজ্য) মি. দাওয়া শেরিং উপস্থিত ছিলেন।

সভায় পারস্পরিক বাজার সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশ এবং ভুটানের মধ্যে আমদানি-রপ্তানি প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানান দু’দেশের ব্যবসায়ীবৃন্দ। পাশাপাশি, সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন এবং বন্দর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সাবেক পরিচালক হাজী মোঃ এনায়েতউল্লাহ, ফেরদৌসী বেগম, বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ.এম. আমিরুল ইসলাম ভূইয়াঁ, এফবিসিসিআই’র সাধারণ পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন, শেখ আল মামুন এবং অন্যান্যরা।

আরও পড়ুন