ঢাকা, বাংলাদেশ; ০৬ আগস্ট, ২০২৫: জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর আয়োজনে আজ (০৬ আগস্ট, ২০২৫) বুধবার রাজধানীতে ‘দক্ষতা উন্নয়ন, শিল্প সংযুক্তি ও কর্মসংস্থানে শিল্প দক্ষতা পরিষদ (আইএসসি)’ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল দেশের ইনফরমাল সেক্টরের জন্য দক্ষ জনগোষ্ঠী তৈরির পাশাপাশি এই খাতে নিয়োজিত কর্মজীবীদের দক্ষতা উন্নয়ন এবং তাদের শিল্পখাতে সংযুক্তির ক্ষেত্রে সমন্বয়ের উপায় খুঁজে বের করা।
দক্ষতা উন্নয়ন, শিল্প সংযুক্তি ও কর্মসংস্থানের লক্ষ্যে এনএসডিএ কর্তৃক ১৬টি শিল্প দক্ষতা পরিষদের প্রতিনিধিদের সাথে মতবিনিময়ের উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আজ ইনফরমাল সেক্টরের প্রতিনিধিদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হলো।
এনএসডিএ-এর সদস্য (পরিকল্পনা ও দক্ষতামান) ও যুগ্মসচিব মিনা মাসুদ উজজামান-এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) রেহানা পারভীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসডিএ-এর সদস্য (নিবন্ধন ও সনদায়ন), অতিরিক্ত সচিব আলিফ রুদাবা, ইনফরমাল সেক্টর শিল্প দক্ষতা পরিষদের চেয়ারম্যান মির্জা নুরুল গণি শোভন এবং ভাইস চেয়ারম্যান মনসুর হাসান খন্দকার।
কর্মশালায় অংশগ্রহণকারীরা নীতিগত সুপারিশ, বাস্তবধর্মী দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন, যা আগামীর কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। সভায় বক্তারা বলেন, দেশের একটি বিশাল অংশ কর্মরত রয়েছে ইনফরমাল সেক্টরে, যাদের দক্ষতা উন্নয়ন, সক্ষমতা ও আনুষ্ঠানিক কর্মসংস্থানের আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনএসডিএ এই খাতকে গুরুত্ব দিয়ে তাদের দক্ষতা যাচাই, সনদ প্রদান ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে।
শিল্প প্রতিনিধিরা বলেন, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) এর আওতায় তৈরিকৃত সিএস ও সিবিসি প্যাকেজ প্রোগ্রাম হাতে নেওয়া প্রয়োজন। পাশাপাশি সিএস এর আউটপুট-ভিত্তিক পরিকল্পনা থাকা প্রয়োজন। স্থানীয় উদ্যোক্তাদের জন্য দক্ষ কর্মশক্তি তৈরি করার ব্যাপারে মনোযোগী হওয়ার কথা বলেন প্রতিনিধিরা। এছাড়া প্রতিনিধিরা বলেন, প্রজেক্ট-ভিত্তিক সমাধান না খুঁজে টেকসই শিল্প সংযোগ তৈরি করা প্রয়োজন, পাশাপাশি টেকনোলজি ও দক্ষ জনশক্তির সমন্বয়ের করা প্রয়োজন। বক্তরা বলেন, দেশে বিভিন্ন প্রতিষ্ঠান নানাভাবে প্রকল্প গ্রহণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম গ্রহণ করছে। সকল দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে এনএসডিএ-এর আওতায় নিয়ে আসতে হবে। তাহলেই দক্ষ জনবল তৈরির পাশাপাশি একটি আন্তর্জাতিক মানের স্কিলস ইকোসিস্টেম গড়ে উঠবে।
এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) রেহানা পারভীন তাঁর বক্তব্যে বলেন, দক্ষতা-ভিত্তিক প্রশিক্ষণ ও সনদায়নের মাধ্যমে ইনফরমাল সেক্টরের কর্মীদের মর্যাদাসম্পন্ন ও স্থায়ী কর্মসংস্থানে অন্তর্ভুক্ত করতে চাই আমরা। এক্ষেত্রে ইনফরমাল সেক্টর শিল্প দক্ষতা পরিষদকে টেকসই করা ও সক্ষমতা বৃদ্ধির কথা উল্লেখ করেন তিনি। নির্বাহী চেয়ারম্যান বলেন, এনএসডিএ একটি মানসম্পন্ন স্কিলস ইকোসিস্টেম তৈরিতে কাজ করে যাচ্ছি। শিল্প দক্ষতা পরিষদ শক্তিশালী হলেই স্কিলস ইকোসিস্টেম এগিয়ে যাবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এনএসডিএ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ইনফরমাল সেক্টর শিল্প দক্ষতা পরিষদের (আইএসসি), সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ও উপস্থিত ছিলেন।