ঢাকা, ২৩ নভেম্বর: এনআরবিসি ব্যাংক-ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রয়াত সাংবাদিকদের সন্তানদের শিক্ষার জন্য বৃত্তি প্রদান করেছে।
ডিআরইউ-এর মৃত ৩০ সদস্যের সন্তানদের প্রতি মাসে ৩,০০০ টাকা হিসাবে বার্ষিক ৩৬,০০০ টাকা বৃত্তি দেওয়া হবে।
শনিবার ডিআরইউতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপবৃত্তির অর্থের চেক প্রদান করেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
এনআরবিসি ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রবিউল ইসলাম, ডিআরইউ সভাপতি সৈয়দ শুক্কুর আলী শুভ, সাধারণ সম্পাদক মহি উদ্দিন, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যরা উপস্থিত ছিলেন।