সোমবার ৮ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ:
অর্থনৈতিক সম্প্রসারণের গতি হ্রাস: সব প্রধান খাতে ধীরগতির ইঙ্গিত ৩২ হাজার সহকারী শিক্ষককে মামলার কারণে পদোন্নতি দেওয়া যাচ্ছে না: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বাংলাদেশ ও ডেনমার্কের দুগ্ধজাত খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদার করবে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত কমিশন : সিইসি নির্বাচনের পরে আজারবাইজান ঢাকায় দূতাবাস খুলবে: আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার রোধে অঙ্গীকার চায় টিআইবি উদ্যোক্তাদের জন্য নানান সেবা নিয়ে এসএমই মেলায় ইসলামী ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> ডিসেম্বরের প্রথম ৬ দিনে রেমিট্যান্স ৬৩২ মিলিয়ন ডলার ছাড়িয়েছে খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার: প্রেস সচিব

আইসিডিডিআরবি-র ডায়াগনস্টিক সেবায় ১০% ছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা

ঢাকা, ১৭ মে: গ্রাহকদের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা সহজ করতে রবি এলিট যুক্ত হয়েছে আন্তজার্তিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান, আইসিডিডিআর, বি-র সঙ্গে। এখন থেকে আইসিডিডিআর, বি ডায়াগনস্টিক ল্যাবরেটরিজের বিভিন্ন ডায়াগনস্টিক সেবায় ১০ শতাংশ মূল্যছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা।

সম্প্রতি এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে রবি আজিয়াটা পিএলসি এবং আইসিডিডিআর, বি। এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে রবি আজিয়াটার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ কমার্শিয়াল অফিসার, শিহাব আহমাদ; অ্যাকজেনটেকের চিফ কমার্শিয়াল অফিসার, আবুল কালাম মো: নাজমুল ইসলাম; হেড অফ রবি মার্কেটিং, মোঃ শওকত কাদের চৌধুরী প্রমুখ।

আইসিডিডিআর, বি-র পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ, পরিচালক (ফাইন্যান্স) থমাস লিয়াম ব্যারি, হেড অফ ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিসেস, ডা. মোঃ ফজলুল কবীর; হেড অফ হসপিটাল সার্ভিসেস, ডা.মোঃ জাকিরুল করিম; হেড অফ ডেভেলপমেন্ট, আরমানা আহমেদ; হেড অফ রেগুলেটরি অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স, মোহাম্মদ নাফিউ আলম; সিনিয়র ম্যানেজার (বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স) মোঃ শাহরিয়ার বিন এলাহী প্রমুখ।

এই অংশীদারত্ব প্রমাণ করে যে, রবি এলিট সবসময়ই তাদের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ ও মানসম্পন্ন সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এতে রবি এলিট গ্রাহকরা সহজে ও কম খরচে নির্ভরযোগ্য ও উচ্চমানের স্বাস্থ্যসেবা পাবেন।

বিশেষ এই অফার সম্পর্কে গ্রাহকরা বিস্তারিত তথ্য পাবেন রবির ওয়েবাসইট ও ‘মাই রবি’ অ্যাপ থেকে।

অনুষ্ঠানে ভবিষ্যতে গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদান নিশ্চিত করতে সম্ভাব্য অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করে প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিরা। সম্ভাব্য এসব অংশীদারত্বের মধ্যে রয়েছে- রবি এলিট সদস্যদের স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর দিতে ডিজিটাল সমাধান, গবেষণায় সহায়তার জন্য এআইভিত্তিক টুলস নিয়ে আসা, ঢাকা ও চাঁদপুরের মতলবে আইসিডিডিআর, বি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবাপ্রদানের জন্য তহবিল সংগ্রহের সুযোগ ইত্যাদি।