মঙ্গলবার ২ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ:
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের বাণিজ্য সহজীকরণে অপ্রয়োজনীয় প্রবিধান বাতিলের প্রতিশ্রুতি প্রবাসী আয়ে রেকর্ড: আগস্টে ২৪২ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা বিনিয়োগ পরিবেশ উন্নত করতে নীতি সংস্কারের আহ্বান ভারতের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কে রপ্তানি আদেশ বাংলাদেশে স্থানান্তরিত হবে : অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা পলিথিন পেলে ছাড় নয়, আইনানুগ ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা বিলস এর আয়োজনে সাংবাদিকদের জন্য তৈরী পোশাক শিল্পে এইচআরডিডি বিষয়ে দুই দিনের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সমাপ্ত বিদেশি ইন্টারনেট সেবার মূল্য পরিশোধ সহজ করল কেন্দ্রীয় ব্যাংক ডিউ ডিলিজেন্স আইন মানতে ন্যায্য দর দিতে ক্রেতারা বাধ্য: কর্মশালায় অভিমত

আইসিডিডিআরবি-র ডায়াগনস্টিক সেবায় ১০% ছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা

ঢাকা, ১৭ মে: গ্রাহকদের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা সহজ করতে রবি এলিট যুক্ত হয়েছে আন্তজার্তিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান, আইসিডিডিআর, বি-র সঙ্গে। এখন থেকে আইসিডিডিআর, বি ডায়াগনস্টিক ল্যাবরেটরিজের বিভিন্ন ডায়াগনস্টিক সেবায় ১০ শতাংশ মূল্যছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা।

সম্প্রতি এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে রবি আজিয়াটা পিএলসি এবং আইসিডিডিআর, বি। এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে রবি আজিয়াটার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ কমার্শিয়াল অফিসার, শিহাব আহমাদ; অ্যাকজেনটেকের চিফ কমার্শিয়াল অফিসার, আবুল কালাম মো: নাজমুল ইসলাম; হেড অফ রবি মার্কেটিং, মোঃ শওকত কাদের চৌধুরী প্রমুখ।

আইসিডিডিআর, বি-র পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ, পরিচালক (ফাইন্যান্স) থমাস লিয়াম ব্যারি, হেড অফ ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিসেস, ডা. মোঃ ফজলুল কবীর; হেড অফ হসপিটাল সার্ভিসেস, ডা.মোঃ জাকিরুল করিম; হেড অফ ডেভেলপমেন্ট, আরমানা আহমেদ; হেড অফ রেগুলেটরি অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স, মোহাম্মদ নাফিউ আলম; সিনিয়র ম্যানেজার (বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স) মোঃ শাহরিয়ার বিন এলাহী প্রমুখ।

এই অংশীদারত্ব প্রমাণ করে যে, রবি এলিট সবসময়ই তাদের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ ও মানসম্পন্ন সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এতে রবি এলিট গ্রাহকরা সহজে ও কম খরচে নির্ভরযোগ্য ও উচ্চমানের স্বাস্থ্যসেবা পাবেন।

বিশেষ এই অফার সম্পর্কে গ্রাহকরা বিস্তারিত তথ্য পাবেন রবির ওয়েবাসইট ও ‘মাই রবি’ অ্যাপ থেকে।

অনুষ্ঠানে ভবিষ্যতে গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদান নিশ্চিত করতে সম্ভাব্য অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করে প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিরা। সম্ভাব্য এসব অংশীদারত্বের মধ্যে রয়েছে- রবি এলিট সদস্যদের স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর দিতে ডিজিটাল সমাধান, গবেষণায় সহায়তার জন্য এআইভিত্তিক টুলস নিয়ে আসা, ঢাকা ও চাঁদপুরের মতলবে আইসিডিডিআর, বি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবাপ্রদানের জন্য তহবিল সংগ্রহের সুযোগ ইত্যাদি।