রবিবার ২৪ আগস্ট, ২০২৫
সর্বশেষ:
স্পেসএক্স ছেড়ে এবার আর্থিক খাতে বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজী বাংলাদেশের রপ্তানি আয়ের ৭০% আসে ১০ দেশ থেকে, বাড়ছে ঝুঁকি দুর্বল ব্যাংকে আটকা পড়েছে বিপিসি ও পেট্রোবাংলার ৩ হাজার কোটি টাকা পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগে আগ্রহী বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদারে আত্মবিশ্বাসী সরকার: প্রধান উপদেষ্টার প্রেস সচিব জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দন্ডনীয় বিমান টিকিটে এজেন্সির নাম এবং ভাড়া উল্লেখ করতে হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গ্রাহক স্বার্থ রক্ষায় ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন প্রধান উপদেষ্টার নিকট পেশ

অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের কঠিন কাজে আমরা ভূমিকা রাখতে চাই–ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে আমরা চলতে চাই। অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের কঠিন কাজটি বাস্তবায়নে  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে  আমরা কার্যকর ভূমিকা রাখতে চাই। আজ ৯ জুলাই ২০২৫ বুধবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে জুম ম্যাগাজিন প্রকাশনা ও সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘রুখে দিয়ে সকল আগ্রাসন, ঋদ্ধ করি জুম জনপদ, বহুত্বের ঐকতানে বুনি স্বপ্ন, এই হোক আমাদের শপথ’ স্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্নিগ্ধা রেজওয়ানা, লেখক ও গবেষক পাভেল পার্থ এবং বেসরকারি সংস্থা কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শান্তিময় চাকমা অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, পার্বত্য চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও নৃগোষ্ঠীদের অধিকার রক্ষায় সকলকে  ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ভিন্ন ভিন্ন নৃগোষ্ঠীর অংশগ্রহণ আমাদের অন্তর্ভুক্তিমূলক সমাজের এক অনন্য উদাহরণ বলে তিনি উল্লেখ করেন।