সোমবার ১ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ:
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের বাণিজ্য সহজীকরণে অপ্রয়োজনীয় প্রবিধান বাতিলের প্রতিশ্রুতি প্রবাসী আয়ে রেকর্ড: আগস্টে ২৪২ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা বিনিয়োগ পরিবেশ উন্নত করতে নীতি সংস্কারের আহ্বান ভারতের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কে রপ্তানি আদেশ বাংলাদেশে স্থানান্তরিত হবে : অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা পলিথিন পেলে ছাড় নয়, আইনানুগ ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা বিলস এর আয়োজনে সাংবাদিকদের জন্য তৈরী পোশাক শিল্পে এইচআরডিডি বিষয়ে দুই দিনের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সমাপ্ত বিদেশি ইন্টারনেট সেবার মূল্য পরিশোধ সহজ করল কেন্দ্রীয় ব্যাংক ডিউ ডিলিজেন্স আইন মানতে ন্যায্য দর দিতে ক্রেতারা বাধ্য: কর্মশালায় অভিমত

বিনিয়োগ পরিবেশ উন্নত করতে নীতি সংস্কারের আহ্বান

ঢাকা– বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির জন্য একটি শক্তিশালী বিনিয়োগ পরিবেশ তৈরির ওপর জোর দিয়েছেন বক্তারা। তাঁরা বলেছেন, বেসরকারি খাতে বিনিয়োগ আকর্ষণের জন্য এই পরিবেশ অপরিহার্য।

গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)-এর গুলশান কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তাঁরা এসব কথা বলেন। এমসিসিআই ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে, যা অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি)-এর সহায়তায় অনুষ্ঠিত হয়।

“অর্থনৈতিক মোড় ঘোরানোর পথ: ব্যবসায়িক পরিবেশের অবস্থা এবং অগ্রাধিকার” শীর্ষক এই বৈঠকে বক্তারা উল্লেখ করেন, ২০২২ সাল থেকে বাংলাদেশ সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। কম বিনিয়োগ, সীমিত রপ্তানি বৈচিত্র্য এবং দুর্বল প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই)-এর মতো কাঠামোগত দুর্বলতা এই চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে তুলেছে।

তাঁরা আশা প্রকাশ করেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সাম্প্রতিক সংস্কার এবং সুশাসন ব্যবস্থা অর্থনৈতিক পুনরুদ্ধারের নতুন আশা জাগিয়েছে।

বৈঠকের প্রধান আলোচক ও অংশগ্রহণকারীরা প্রধান অতিথি : বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নিয়ন্ত্রণমূলক সংস্কারের ওপর জোর: বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডা-এর নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব এবং অস্ট্রাডের বাণিজ্য ও বিনিয়োগ কমিশনার বেন কারসন। তাঁরা উভয়েই বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে নিয়ন্ত্রণমূলক সংস্কার এবং বৈশ্বিক অংশীদারত্বের ওপর জোর দেন।

ব্যবসায়িক পরিবেশের উন্নতির তাগিদ: পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. মাসরুর রিয়াজ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি ব্যবসায়িক পরিবেশের জরুরি উন্নতি সাধন এবং বিনিয়োগের অগ্রাধিকার নির্ধারণের ওপর গুরুত্ব আরোপ করেন।

শিল্প খাতের গুরুত্বপূর্ণ মতামত: প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন লাফার্জহোলসিম বাংলাদেশের সিইও মোহাম্মদ ইকবাল চৌধুরী এবং নিউএজ গ্রুপের ভাইস চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। তাঁরা বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে প্রধান চ্যালেঞ্জ ও সুযোগগুলো নিয়ে আলোচনা করেন।

এই বৈঠকটি বিভিন্ন সরকারি, শিল্প ও কূটনৈতিক মহল থেকে আসা উচ্চপদস্থ প্রতিনিধিদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। এর মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে সবাই তাঁদের মতামত প্রকাশ করেন।এই গোলটেবিল বৈঠকের মতো একটি প্রাসঙ্গিক আলোচনার বিষয়কে সমর্থন করতে এই ভিডিওটি বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে আরও গভীর বিশ্লেষণ করে।

[