বুধবার ৩ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ:
খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত ডিভাইস শিল্পের বিনিয়োগ সুরক্ষা দেবে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট, বৃহস্পতিবার থেকেই পাওয়া যাবে জননিরাপত্তা জোরদারে ডিজিটাল ও কমিউনিটি কৌশল গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের বাংলাদেশ আমদানি বন্ধ রাখায় বিপাকে ভারত, সীমান্তে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ২ রুপিতে! দেশের অর্থনীতি কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি, কাজ করার সুযোগ আছে: বাণিজ্য সচিব অবৈধ মাছ ধরা বন্ধে বৈশ্বিক সহযোগিতা জরুরি: মৎস্য উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর অনুকূল পরিবেশ তৈরির তাগিদ ইইউর শাহরুখ খানের মার্কশিট ভাইরাল: কোন বিষয়ে কত নম্বর পেয়েছিলেন বলিউড বাদশা?

ঈদ-উল-আযহার আগে নতুন ডিজাইনের নোট ছাড়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ৪ মে: ঈদ-উল-আযহার আগে বাজারে নতুন ডিজাইনের নোট ছাড়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নোটে জুলাইয়ের গণ অভ্যুত্থান এর গ্রাফিতি থাকবে। এর পাশাপাশি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির চিহ্নও থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে।

গত বছরের ৫ আগস্ট থেকে ‘নতুন নোট’ নিয়ে আলোচনা চলছে। ক্ষোভ ও বিতর্ক এড়াতে সরকার ইতিমধ্যেই মুদ্রিত নোট ছাড়ায়নি।তবে রাজনৈতিক পরিবর্তনের ৯ মাস পরেও নতুন ডিজাইনের নোট এখনও বাজারে আসেনি। ব্যাংক নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকায়, ঈদ-উল-ফিতরের জন্য নতুন নোট ছাড়া হয়নি।

ফলস্বরূপ, খোলা বাজারে ছেঁড়া নোট বিনিময় করতে গিয়ে গ্রাহকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।নতুন নোটের সংকটের কারণে গ্রাহকদের হাতে ছেঁড়া নোটের সংখ্যা বেড়েছে। রাজধানীর গুলিস্তান ও মতিঝিল এলাকায় অনেকেই পুরনো বা ছেঁড়া নোট বিনিময় করছেন।যদিও ভল্টে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত নোট রয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলি গ্রাহকদের কাছে তা দিতে পারছে না।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নতুন ডিজাইনের নোট ছাপাতে কমপক্ষে এক থেকে দেড় বছর সময় লাগে।

তবে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে ঈদুল আজহার আগে নতুন নোট বাজারে ছাড়া হবে বলে তিনি জানান।তিনি আরও বলেন, ৯টি নতুন ধরণের নোট ছাপা হলেও, তাৎক্ষণিকভাবে সব নোট পাওয়া যাবে না।বাংলাদেশ ব্যাংকের মতে, প্রতি বছর বিভিন্ন মূল্যমানের ১৫০ কোটি নতুন নোটের চাহিদা থাকলেও, সিকিউরিটি প্রেস প্রায় ১২০ কোটি নোট ছাপাতে পারে।