রবিবার ২৫ মে, ২০২৫
সর্বশেষ:
বাংলাদেশকে বৈশ্বিক পরাশক্তিদের জন্য প্রক্সি যুদ্ধক্ষেত্রে পরিণত করা উচিত নয়: এবি পার্টি রাখাইন রাজ্যে মানবিক সহায়তার সাধারণ কয়েকটি প্রশ্নের উত্তর বাণিজ্য সংগঠন বিধিমালায় নতুন দিগন্ত: স্বাগত জানালো বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আমানত সংগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য ৭ জন এজেন্টকে পুরস্কৃত চলতি মাসেই চীনে আমের চালান শুরু হবে: কৃষি সচিব জুলাই-বিপ্লবী নকশার নতুন নোট বাজারে আনবে বাংলাদেশ বন্দরের কার্যক্রম ব্যাহত হলে ঈদের আগে বেতন-বোনাসের দায়িত্ব না নেওয়ার হুঁশিয়ারি দিলেন পোশাক মালিকরা এনসিপি নেতা নাসিরউদ্দিন তিন উপদেষ্টাকে বিএন পি’র মূখপাত্র বলে সমালোচনা করেছেন জুন মাসে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্য: গভর্নর

ঈদ-উল-আযহার আগে নতুন ডিজাইনের নোট ছাড়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

ঢাকা, ৪ মে: ঈদ-উল-আযহার আগে বাজারে নতুন ডিজাইনের নোট ছাড়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নোটে জুলাইয়ের গণ অভ্যুত্থান এর গ্রাফিতি থাকবে। এর পাশাপাশি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির চিহ্নও থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে।

গত বছরের ৫ আগস্ট থেকে ‘নতুন নোট’ নিয়ে আলোচনা চলছে। ক্ষোভ ও বিতর্ক এড়াতে সরকার ইতিমধ্যেই মুদ্রিত নোট ছাড়ায়নি।তবে রাজনৈতিক পরিবর্তনের ৯ মাস পরেও নতুন ডিজাইনের নোট এখনও বাজারে আসেনি। ব্যাংক নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকায়, ঈদ-উল-ফিতরের জন্য নতুন নোট ছাড়া হয়নি।

ফলস্বরূপ, খোলা বাজারে ছেঁড়া নোট বিনিময় করতে গিয়ে গ্রাহকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।নতুন নোটের সংকটের কারণে গ্রাহকদের হাতে ছেঁড়া নোটের সংখ্যা বেড়েছে। রাজধানীর গুলিস্তান ও মতিঝিল এলাকায় অনেকেই পুরনো বা ছেঁড়া নোট বিনিময় করছেন।যদিও ভল্টে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত নোট রয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলি গ্রাহকদের কাছে তা দিতে পারছে না।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নতুন ডিজাইনের নোট ছাপাতে কমপক্ষে এক থেকে দেড় বছর সময় লাগে।

তবে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে ঈদুল আজহার আগে নতুন নোট বাজারে ছাড়া হবে বলে তিনি জানান।তিনি আরও বলেন, ৯টি নতুন ধরণের নোট ছাপা হলেও, তাৎক্ষণিকভাবে সব নোট পাওয়া যাবে না।বাংলাদেশ ব্যাংকের মতে, প্রতি বছর বিভিন্ন মূল্যমানের ১৫০ কোটি নতুন নোটের চাহিদা থাকলেও, সিকিউরিটি প্রেস প্রায় ১২০ কোটি নোট ছাপাতে পারে।

আরও পড়ুন