বুধবার ২৮ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়: বিটকয়েন মাইনিং ক্ষমতা কমেছে ৩৭ শতাংশ ইউরোপে টেসলার বড় ধস: বিক্রি কমেছে ৩৮ শতাংশ, বাজার দখলে এগোচ্ছে চীনা বিওয়াইডি প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাস কমিটির প্রতিবেদন বিজয়ী হলে প্রতিশোধ নয়, সবাইকে ক্ষমা করার ঘোষণা জামায়াত আমিরের বিএনপিকে জয়ী করতে একাত্তরের মতো ঐক্যবদ্ধ থাকুন : তারেক রহমান ব্যাংকিং খাতকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত করতে আইনি সংস্কার জরুরি: গভর্নর ২৬ দিনে এলো ২৭১ কোটি ডলার: রেমিট্যান্সে বড় লাফ ইতিহাসে প্রথমবার ৫০০০ ডলার ছাড়ালো সোনার দাম: নেপথ্যে ট্রাম্পের শুল্ক নীতি ও বৈশ্বিক উত্তেজনা যুক্তরাষ্ট্রে দানবীয় তুষারঝড়: ১৫ হাজার ফ্লাইট বাতিল, ২০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

আমদানি কারকরা বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য খালাস না নিলে তিনগুণ জরিমানা

ঢাকা,৪ মার্চ:- বাংলাদেশে আমদানিকৃত পণ্য নির্ধারিত সময়ের মধ্যে বন্দর থেকে খালাস করে না নিলে আমদানিকারকদের তিনগুণ জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার ৪ মার্চ, সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা ব্রিগেডিয়ার হোসেন একথা বলেন। এসময় তিনি  চাঁদপুরের মেঘনা নদীতে এম ভি আল-বাখেরা নৌযান দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করছিলেন।

তিনি বলেন, বাজারে ভোজ্যতেলের কিছুটা সংকট রয়েছে। তবে শাকসবজির দাম বাড়েনি। দেশে পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য আমদানি করা হয়েছে।

সরবরাহ ব্যবস্থায় কোনও ঘাটতি নেই উল্লেখ করে উপদেষ্টা ব্রিগেডিয়ার  হোসেন বলেন, কোনও আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে তিনগুণ জরিমানা দিতে হবে।

এ সময় গত ডিসেম্বরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে যাওয়া এম ভি আল-বাখেরা সারবাহী নৌযান দুর্ঘটনায় নিহত ছয় শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে দুই লাখ টাকা এবং আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে তিন লাখ টাকার চেক হস্তান্তর করেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।