বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ:
সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় ৪৯তম স্থানে নেমে গেলেন আজিজ খান বাংলাদেশকে দক্ষতায় এগিয়ে নিতে এক লাখ শিক্ষার্থীকে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণ দেবে সরকার সমুদ্রই হবে বিশ্ব বাণিজ্যের পথে বাংলাদেশের মহাসড়ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিডার ওয়ান স্টপ সার্ভিস এর মাধ্যমে বিদেশি বিনিয়োগকারী ও বিদেশি কর্মীদের নিরাপত্তা ছাড়পত্র পুরোপুরি ডিজিটাল হচ্ছে পোশাক শিল্পে টেকসই সরবরাহ চেইন নিশ্চিত করতে বিজিএমইএ-বায়ারস ফোরামের বৈঠক আদালতে প্রায় ৪০ লক্ষ বাণিজ্যিক মামলা বিচারাধীন থাকায় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য পৃথক আদালতের চাপ রপ্তানি আয় বৃদ্ধি: দুই মাসে ৮.৬৯ বিলিয়ন মার্কিন ডলার পেশাদারিত্ব ও কর নীতি মেনে চলা: বিদেশী বিনিয়োগ ও টেকসই উন্নয়নের চাবিকাঠি মেটলাইফ বাংলাদেশ এর আয়োজনে মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে

ঢাকা, ডিসেম্বর ১১ : ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে পিঁয়াজ, চিনি ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্সসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  বাজার তদারকি কার্যক্রম।

আজ ১১ ডিসেম্বর ২০২৪ তারিখ ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে আলু, সবজি, ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পিঁয়াজ, রসুন, আদা ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্সসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদপ্তরের ৬ জন কর্মকর্তার নেতৃত্বে ৬ টি টিম কর্তৃক ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

উল্লেখ্য, আজ দেশের ৩৫টি জেলায় অধিদপ্তরের ৪৫টি টিম কর্তৃক পরিচালিত অভিযানে ১০০টি প্রতিষ্ঠানকে ৫,১৮,৫০০ টাকা জরিমানা করা হয়।

বর্ণিত কার্যক্রমে জেলা ও উপজেলা প্রশাসনসহ টাস্কফোর্স এর আওতায় সরকারি-বেসরকারি দপ্তর/সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 

ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।