বুধবার ২২ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
ব্যাংকিং খাতে তীব্র সংকট: খেলাপি ঋণের ধাক্কায় মূলধন ঘাটতি রেকর্ড ১.৫৫ লাখ কোটি টাকা নির্বাচনের আগে প্রশাসনে রদবদল আমার তত্ত্বাবধানে হবে: বিএনপিকে প্রধান উপদেষ্টা ইউনূস<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> বিতরণে অনীহা ও চ্যালেঞ্জে সৌরবিদ্যুৎ প্রকল্পে বিলম্ব: উপদেষ্টা ফজলুল কবির খান ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে আইএফআরএস ৯-এর সঠিক বাস্তবায়নের আহ্বান আইসিএবি-এর<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> বেনী আমিন, এফসিসিএ ডিএসইতে নতুন জেনারেল ম্যানেজার ফিন্যান্স অ্যান্ড একাউন্টস হিসেবে যোগদান ঢাকা বিমানবন্দর কার্গো ভিলেজ আগুন: রপ্তানিকারকদের ১ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন ২৭ ঘণ্টা পর নিভল, কাঠামো ঝুঁকিপূর্ণ: এফএসসিডি ঋণ অবলোপনে নতুন নীতিমালা, ৩০ দিন আগে নোটিশ দেওয়া বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক শাহজালাল বিমানবন্দরে আগুনে পোশাক শিল্পের কাঁচামাল ও গুরুত্বপূর্ণ স্যাম্পল ধ্বংস: বিজিএমইএ

ব্যাংকিং ও জ্বালানি খাতে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে: দেবপ্রিয় ভট্টাচার্য

রবিবার দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি

ঢাকা, নভেম্বর ২৮: ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গত ১৫ বছরে ব্যাংকিং ও জ্বালানি খাতে বড় ধরনের অনিয়ম পাওয়া গেছে।

শ্বেতপত্র প্রণয়ন কমিটি রবিবার প্রধান উপদেষ্টার কাছে আর্থিক খাতের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে এবং সোমবার তা জনসমক্ষে প্রকাশ করার কথা রয়েছে, তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামে (ইআরএফ) আয়োজিত ‘কারেন্ট ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড লঞ্চিং অফ ওপেন বাজেট সার্ভে ২০২৩ এর ফলাফল’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (রেপিড) , ইন্টারন্যাশনাল বাজেট পার্টনারশিপ (আইবিপি) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

ব্যাংকিং ও জ্বালানি খাতে লুটপাট বেশি হয়েছে। রোববার সরকারের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হবে।

ডাঃ দেবপ্রিয় বলেন, “শ্বেতপত্র তৈরির জন্য সরকার যে কমিটি গঠন করেছিল, তাকে তিন মাস সময় দেওয়া হয়েছিল। ইতিমধ্যে আমাদের কাজ শেষ হয়েছে। আমরা লক্ষাধিক তথ্য পেয়েছি। সম্পাদনার কাজ চলছে। আশা করছি, আমরা তা হস্তান্তর করব। আগামী রবিবার প্রধান উপদেষ্টা।”

“সরকার পরিবর্তনের মাধ্যমে অর্থনীতিতে পরিবর্তন আনার জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্নীতির মাধ্যমে যে সম্পদ সৃষ্টি হয়েছে তা যদি আমরা জনগণের কাছে ফেরত দিতে না পারি, তাহলে এটা কী ধরনের বিপ্লব?” ডঃ দেবপ্রিয় বলেন।

তিনি বলেন, আর্থিক খাতের শ্বেতপত্র প্রণয়ন কমিটি সচিব, ব্যবসায়ী, নাগরিক এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে তিন মাস আলোচনা, পর্যালোচনা, তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে।

এর আগে, দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরতে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ২৮ আগস্ট ১২ সদস্যের একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। এটি খাতভিত্তিক পরিস্থিতির পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করছে।

ড. এম আবু ইউসুফ, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ড. এম এ রাজ্জাক, চেয়ারম্যান, র‌্যাপিড, শওকত হোসেন মাসুম, প্রধান, অনলাইন, প্রথম আলো, আনারুল কবির, যুগ্ম সচিব, অর্থ মন্ত্রণালয়, মোহাম্মদ রেফায়েত উল্লাহ মৃধা, সভাপতি, মো. ইআরএফ ও ইআরএফ-এর সেক্রেটারি আবুল কাশেম প্রমুখ বক্তব্য রাখেন।