শনিবার ৬ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ:
খেলাপির সংস্কৃতি নেই, তবুও এসএমই’র প্রধান চ্যালেঞ্জ ঋণপ্রাপ্তি, নীতিমালা সহজ করতে বললেন বিশেষজ্ঞরা ইইউ’র পণ্য সরবরাহে নতুন ডিউ ডিলিজেন্স আইন: চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের পোশাক শিল্পে আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা বাংলাদেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে স্টারলিংকের অনুমোদিত রিসেলার হলো রবি শ্রম আইন সংস্কারে বাস্তবসম্মত ও বাস্তবভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান নিয়োগকর্তাদের পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে আর্থিক বরাদ্ধ প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি বিজিএমইএ’র কৃতজ্ঞতা সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় ৪৯তম স্থানে নেমে গেলেন আজিজ খান বাংলাদেশকে দক্ষতায় এগিয়ে নিতে এক লাখ শিক্ষার্থীকে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণ দেবে সরকার সমুদ্রই হবে বিশ্ব বাণিজ্যের পথে বাংলাদেশের মহাসড়ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিডার ওয়ান স্টপ সার্ভিস এর মাধ্যমে বিদেশি বিনিয়োগকারী ও বিদেশি কর্মীদের নিরাপত্তা ছাড়পত্র পুরোপুরি ডিজিটাল হচ্ছে

ব্যাংকিং ও জ্বালানি খাতে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে: দেবপ্রিয় ভট্টাচার্য

রবিবার দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি

ঢাকা, নভেম্বর ২৮: ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গত ১৫ বছরে ব্যাংকিং ও জ্বালানি খাতে বড় ধরনের অনিয়ম পাওয়া গেছে।

শ্বেতপত্র প্রণয়ন কমিটি রবিবার প্রধান উপদেষ্টার কাছে আর্থিক খাতের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে এবং সোমবার তা জনসমক্ষে প্রকাশ করার কথা রয়েছে, তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামে (ইআরএফ) আয়োজিত ‘কারেন্ট ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড লঞ্চিং অফ ওপেন বাজেট সার্ভে ২০২৩ এর ফলাফল’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (রেপিড) , ইন্টারন্যাশনাল বাজেট পার্টনারশিপ (আইবিপি) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

ব্যাংকিং ও জ্বালানি খাতে লুটপাট বেশি হয়েছে। রোববার সরকারের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হবে।

ডাঃ দেবপ্রিয় বলেন, “শ্বেতপত্র তৈরির জন্য সরকার যে কমিটি গঠন করেছিল, তাকে তিন মাস সময় দেওয়া হয়েছিল। ইতিমধ্যে আমাদের কাজ শেষ হয়েছে। আমরা লক্ষাধিক তথ্য পেয়েছি। সম্পাদনার কাজ চলছে। আশা করছি, আমরা তা হস্তান্তর করব। আগামী রবিবার প্রধান উপদেষ্টা।”

“সরকার পরিবর্তনের মাধ্যমে অর্থনীতিতে পরিবর্তন আনার জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্নীতির মাধ্যমে যে সম্পদ সৃষ্টি হয়েছে তা যদি আমরা জনগণের কাছে ফেরত দিতে না পারি, তাহলে এটা কী ধরনের বিপ্লব?” ডঃ দেবপ্রিয় বলেন।

তিনি বলেন, আর্থিক খাতের শ্বেতপত্র প্রণয়ন কমিটি সচিব, ব্যবসায়ী, নাগরিক এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে তিন মাস আলোচনা, পর্যালোচনা, তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে।

এর আগে, দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরতে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ২৮ আগস্ট ১২ সদস্যের একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। এটি খাতভিত্তিক পরিস্থিতির পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করছে।

ড. এম আবু ইউসুফ, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ড. এম এ রাজ্জাক, চেয়ারম্যান, র‌্যাপিড, শওকত হোসেন মাসুম, প্রধান, অনলাইন, প্রথম আলো, আনারুল কবির, যুগ্ম সচিব, অর্থ মন্ত্রণালয়, মোহাম্মদ রেফায়েত উল্লাহ মৃধা, সভাপতি, মো. ইআরএফ ও ইআরএফ-এর সেক্রেটারি আবুল কাশেম প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন